নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কোন পথে আমরা চলছি হায় পরওয়ারদেগার !

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

মেধাবীদের পাছায় বেশতো বেত্রাগাত দিলেন! কখনো মেডিকেল পরীক্ষা অথবা তীব্র প্রতিযোগিতা সম্পন্ন পরীক্ষা দিয়েছেন শ্রদ্ধেয় পুলিশ ভাই?
.
রাতের পর রাত জেগে কলম কাগজে আল্পনা এঁকে লাল টকটকে চোখে কখনো স্বপ্ন এঁকে বুকের পাঁজরে গুজে রেখেছিলেন?
.
আপনাদের প্রতিটি বেতের আঘাতে বাংলাদেশের এক একটি ইট ভেঙ্গে পড়ছে, কারণ এটি অস্তিত্বের লড়াই!
.
প্রতিটি পুলিশের বেত্রাগাতে একটি স্বপ্ন ভেঙ্গে যায় সাথে একটি মন আর প্রতিটি লাথিতে ভেঙ্গে যায় একটি জাতি,
.
অনেক বিসিএস ক্যাডার পুলিশ ভাইয়েরা ভুলে গেছেন তারা কত বেশী পরিশ্রম করে এএসপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন
.
সেদিন যদি এমন একটি প্রশ্ন ফাঁস হতো কি হতো আপনার মনের অবস্থা? আপনিও সেদিন রাস্তায় এসে দাড়াতেন যে রাস্তায় এখনো দাড়িয়ে আছেন তবে ভিন্নরূপে..
.
প্রিয় গানের একটি উক্তি আপনাদের জন্য,
'পারবোনা ছাড়তে এ ঠ্যাং রঞ্জনা
চশমাটা খসে গেলে মুশকিলে পরি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা..
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না…'
.
এভাবে একদিন অশ্রুমাখা চোখে মেধাবীরা হারিয়ে যাবে আর আসবে না, সত্যি আর আসবে না...!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

গরু গুরু বলেছেন: প তে পুলিশ হয়,
প তে পশুও হয়।
প পয়ে হয় পাগল,
আর হিয় পঁচা।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.