নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

S@ifur\'s প্রাইভেট লিমিটেড !

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯

অগ্রণী ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট ফর সিনিয়র অফিসার পরীক্ষায় ২০১১ সালে 'বাংলাদেশে শিক্ষার মান এবং তার উপর কোচিং বাণিজ্যের প্রভাব' বিষয়ে একটি রচনা এসেছিল,
.
Saifur's সেই রচনার উত্তর দিতে গিয়ে মনে হয় বেশ বিব্রত হয়েছিল, এক পর্যায়ে লিখেছে, 'অনেক ছাত্র ছাত্রী অভিভাবকরা তাদের মূল্যবান সময় অপচয় করছেন শিক্ষকদের বাসায় বাসায় ধন্যা দিয়ে আর কোচিংয়ে ঘুরে ঘুরে অথচ একজন ছাত্রের মেধা বিকাশের জন্য নিরিবিলি পরিবেশে পড়াশুনা করা একান্ত প্রয়োজন ৷'
.
খুব ভালো! খুব ভালো! পড়তে পড়তে ভাবছিলাম বিবেকের তাড়নায় তারা মনে হয় এবার কোচিং বন্ধই করে দিবে!
.
পুরো রচনায় শিক্ষা বাণিজ্য নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করা হল, এক হাত দেখিয়ে নেওয়া হলো অংক,ইংরেজি,একাউন্টিং শিক্ষদের
.
কিন্তু শেষ হইয়া ও হইলো না শেষ...
.
সেই রচনার শেষ লাইনে লেখা, 'S@ifur's নামক একটি বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষণ পদ্ধতিটা এবং বইগুলো চমৎকার স্টান্ডার্ড ৷'
.
কোচিং শব্দটি বেসরকারী প্রতিষ্ঠান হতে হতে হয়ত কথার মারপ্যাচে একদিন বিদ্যালয়ের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হয়ে দাড়াবে,
.
কথাগুলো আসলে কাউকে উদ্দেশ্য করে লিখি নি সবাই যার যার স্বার্থমত নীতি কথাকে ব্যবহার করছি আমরা,
.
দিনে শেষে সেই অতি পরিচিত গল্পটি যদি ও অনেকে জানেন তবুও একটু শেয়ার করছি
.
খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা
.
একটি ছেলেকে যে রচনা লিখতে দেওয়া হোক না কেন সে কুমিরের রচনা লেখে। তাও দুই লাইন শেষে কুমিরের লেজটি ছিল খাঁচ কাটা, খাঁচ কাটা,প্রায় দুইশ শব্দ।
.
একবার গরুর রচনা লিখতে দিলে সে লেখে আমাদের একটি গরু ছিল। গরুটির পা, লেজ বর্ণনা। গরুটিকে একদিন নদীর ধারে বেধে রাখা হয়েছিল। হঠাত্ একটি কুমির উঠে গরুটিকে ধরে নিয়ে গেল। কুমিরটি ছিল..........। এর পরে কুমিরের কিছু বর্ণনা। ও লেজটি ছিল খাঁচ কাটা.......।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

থিওরি বলেছেন: কি আর করা! আমরা শুধু দেখছি, আর জ্বলছি! কিছুই করতে পারছি না!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক :)

২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাট.... :(

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

সুমন কর বলেছেন: হাহাহা.........খাঁচ কাটা, খাঁচ কাটা,খাঁচ কাটা, খাঁচ কাটা,খাঁচ কাটা, খাঁচ কাটা

সহমত।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

আবদুর রব শরীফ বলেছেন: খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা :) ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.