নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'এই সুন্দরীর তো বর হিসেবে শাহরুখ খানকে পাওয়ার কথা ছিল ৷\'

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

মহাশয় কালো মানুষ, সেই লেভেলের সুন্দরী মেয়ে বিয়ে করেছেন
.
বর পক্ষের কমেন্ট সমূহ
.
-' মহাশয়ের চাঁদ কপাল'
-'শালার শুধু আমাগো কপালইইই খারাপ,হালার কপাল দেখছো! পুরাই পাঙ্খা'
-'মামাআআআ ভাবী তো সেইইইই'
-'আমাগো হোলার কি কপাল দেইখচনি ভাও! '
.
এমন সব কমেন্ট শুনে মহাশয় ইদানিং চরম ভাবে আছেন ভাবীকে নিয়ে! আমি পাইলাম! ইহাকে পাইলাম! যেন কিওপেট্রা,বনলতা সেন!
.
থামেন ভাই! স্টপ ভাবটাপ,অন্যপক্ষে চলছে এপিটাপ,আসুন শুনি...
.
সেই লেভেলের সুন্দরী মেয়েটির কালো মানুষ বিয়ে করার পর
.
কনে পক্ষের কমেন্টনামা
.
- 'পকেটে টাকা থাকলে সবি সম্ভব'
-'মেয়েরা লোভী'
-'বানরের গলায় মনিহার'
-'এই মেয়েটির তো শাহরুখ খানকে পাওয়ার কথা ছিল!!!'
.
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি চলছে তো চলবে, মহাশয় ভাব কমেছে? দিল্লীকা লাড্ডু খাইলে পস্তাবেন, না খাইলে ও পস্তাবেন
.
বিলিভ ইট আর নট
.
আমাদের পিছনে অনেক কিছুই ঘটে,ঘটছে,ঘটবে! কিন্তু আমরা যা দেখি না তা বিশ্বাস করলে ও আমলে নিতে চায় না
.
.
বেপারটি হলো এমন, মানুষ মরণশীল, তবে মনে হয়! আমি না বাকীরা !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮

রাফিদ ইজতেহাদ বলেছেন: ভালো লাগলো।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: আসলেই এমনই হয়, এক মুদ্রার দুই পীঠ

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

আবদুর রব শরীফ বলেছেন: আমাদের পিছনে অনেক কিছুই ঘটে,ঘটছে,ঘটবে! কিন্তু আমরা যা দেখি না তা বিশ্বাস করলে ও আমলে নিতে চায় না
.
.
বেপারটি হলো এমন, মানুষ মরণশীল, তবে মনে হয়! আমি না বাকীরা ! :)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

বটপাকুড় বলেছেন: আমার মতে মানুষের চেহারা দেখে বিয়ে না করে আচরণ আর মেধা দেখে বিয়ে করাটা বেশি জরুরী। কারণ, সুন্দর চেহারা অনন্ত কাল থাকবে না। কিন্তু মেধা আরও শানিত হবে। আর একসাথে থাকার জন্য আচরণ কেমন সেটা জানাও বেশ জরুরী, তাই নয় কি ?

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

আবদুর রব শরীফ বলেছেন: ইত্যাদি ইত্যাদি ইত্যাদি চলছে তো চলবে, মহাশয় ভাব কমেছে? দিল্লীকা লাড্ডু খাইলে পস্তাবেন, না খাইলে ও পস্তাবে..... ঠিক কিন্তু কয়জনা তা করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.