নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

"দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে...!"

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

উচ্চবিত্তের যেমন প্রত্যেকের এক একটি করে গাড়ি মধ্যবিত্তের তেমনি এক একটি ছাতি আভিজাত্যের পরিচয় আর নিম্নবিত্তের এক একটি পাঁচ টাকা দামের পলিথিন
.
দেশের যখন আশি ভাগ সম্পত্তি মাত্র পাঁচ ভাগেরও কম মানুষের দখলে তখন এই চিত্র ফুটে উঠবে এটাই স্বাভাবিক
.
দুই শত বছরের ঔপনিবেশিক শাসন যখন রবীন্দ্রনাথের ছোট গল্পের মত শেষ হইয়া ও হইল না শেষ হয়ে নতুন রূপে ফিরে আসে নব্য-ঔপনিবেশিকের ছায়াতলে তখন দাস প্রথা ফিরে না আসাটাই অস্বাভাবিক !
.
এক সময় অল্প কিছু দামে নিম্নবিত্তদের ক্রয় করে দাস বানিয়ে রাখা হতো, এখন ও রাখা হয় তবে কনসেপ্ট পাল্টিয়েছে, পুরনো বোতলে নতুন মদ
.
আর তা না হলে কারো দুই চারটা গাড়ি তিন তিনটা বাড়ি এবং (সুন্দরী নারী) আর কেউ কেউ রেল লাইনের পাশে খেলনার ঘরে থাকবে কেন?
.
প্রিয় কবি কাজী নজরুল 'আমার কৈফিয়ত' গীতি কব্যে বলেছিলেন,

"দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে,
রক্ত ঝরাতে পারি না তো একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসেনাক' মাথায়, বন্ধু, বড় দুখে !"
.
তবে, তারা বলতে পারে না, ফ্যালফ্যালাইয়া চেয়ে থাকে, বস্তির পাশে আকাশ ছুঁয়ে যায় অনধিকারে....!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর !!

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: দুই শত বছরের ঔপনিবেশিক শাসন যখন রবীন্দ্রনাথের ছোট গল্পের মত শেষ হইয়া ও হইল না শেষ হয়ে নতুন রূপে ফিরে আসে নব্য-ঔপনিবেশিকের ছায়াতলে তখন দাস প্রথা ফিরে না আসাটাই অস্বাভাবিক !

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

গেম চেঞ্জার বলেছেন:
"দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে,
রক্ত ঝরাতে পারি না তো একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসেনাক' মাথায়, বন্ধু, বড় দুখে !"


সহচিন্তুক

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: তবে, তারা বলতে পারে না, ফ্যালফ্যালাইয়া চেয়ে থাকে, বস্তির পাশে আকাশ ছুঁয়ে যায় অনধিকারে....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.