নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'কাগজে টুকে রাখুন\'

১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:২৫

ডেবিট জে শ্বার্টজে'র যে বইটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়েছিল সে বইয়ে কিছু কথা বলেছিলেন যেগুলো কাগজে(কার্ড) টুকে তাবিজের মত নিজের কাছে রাখার ও পরামর্শ দিয়েছেন, কথাগুলো কি জানেন?
.
.
.
বলছি,
আড়াল থেকে কেউ নিন্দা করলে হতাশ হবেন না ৷ ঐ বিদ্রুপ আপনার বড় মানুষ হয়ে ওঠার প্রমাণ
+
মনে রাখবেন যারা আপনাকে বিদ্রুপ করে তারা মানসিক রোগগ্রস্থ মানুষ ৷ বড় হন ৷তাদের প্রতি উল্টো অনুগ্রহশীল হন
+
তুচ্ছ মানুষের সঙ্গে বিবাদ করতে রাজী হবেন না ৷ তাদের এরিয়ে চলুন, তাতেই আপনি জিতে যাবেন
+
নগন্য মানুষদের সাথে কলহ করতে গেলে আপনি তাদের স্তরে নেমে যাবেন ৷বৃহৎ থাকুন
+
এত বড় হয়ে উঠুন যে তুচ্ছ মানুষের আক্রমণ যেন আপনাকে কোন মতেই স্পর্শ না করতে পারে
.
ছয়টি অনুচ্ছেদের প্রথম অনুচ্ছেদে এই কথাগুলো বলেছিলেন
.
সবচেয়ে বড় কথা আমরা নিজেরা কি পারছি অন্যের নিন্দা থেকে নিজেকে বিরত থাকতে?
.
কোন মানুষের উপকার করতে নাইবা পারলাম কিন্তু মানুষের অপকার করা থেকে দূরে যদি থাকতে পারি সেটাই বিশাল প্রাপ্তি
.
আমার বন্ধু আবির পিনক(Abir pink) আমাকে একটি কথা বলেছিল, সানি লিওনের সমালোচনা করার চেয়ে তার কাছে ইসলামের দাওয়াত আদর্শ পৌছে দেওয়ার চেষ্টা যথোপযুক্ত
.
আসলেই অসাধারণ বলেছে, তার কথাটি আমাকে ভাবিয়েছে, এক সময় কেউ ইসলামের অনুসারী ছিল না, কিন্তু আজ শত কোটি, মূল কারণ আদর্শিক মহামানব জগতের নয়ন মনি হযরত মোহাম্মদ (সঃ) এর সুদূর প্রসারী উদারনীতি এবং দৃষ্টিভঙ্গি
.
কয়েকশক বছর আগে ও ভারত উপমহাদেশে ইসলামের অস্তিত্ব ছিল না, সিলেটের তিনশত ষাট আউলিয়া, চট্টগ্রামের বার আউলিয়াসহ অসংখ্য ধর্মপ্রাণিত মানুষের চরিত্রে আকর্ষিত হয়ে মানুষ পঙ্গপালের মত ইসলামে যাপিয়ে পড়েছে
.
আপনার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করতে না পারলে তলবারি দিয়ে 'দেহ পাবেন তো মন পাবেন না ৷'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০

ক্রিবিণ বলেছেন: ভালো বলেছেন...

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.