নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
জীবনে প্রথম কিরনমালা দেখতেছিলাম কারণ আমার একটা বেস্ট বান্ধবীর টিভি নষ্ট হয়ে গেছে, তাকে এখন কি ঘটছে তা বলতে হবে !
.
-কিরনমালার কি অবস্থা?
'এই মাত্র ডাক্তার এলো চারপাশে তিন চারজন ঘিরে রাখছে ৷'
.
-এখন কি অবস্থা ?
'বিষ খেয়ে উপুত হয়ে পড়ে আছে মে বি ৷'
.
-তারপর?
'কি আর ডাইনী একটা মন্ত্র পড়ে বোতলে ডুকিয়ে পেললো মে বি আত্মাটা কে ! '
.
এরপর?
'ওহ শিট ! মন খারাপ করে বললাম, কিরনমালা এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ৷'
.
অতঃপর?
'বিজ্ঞাপন চলছে ৷'
.
আচ্ছা পাঁচ মিনিট পর নক দিচ্ছি !
'আচ্ছা ৷'
.
কি খবর কিরনমালার?
' মরে গেছে সুতরাং কি আর খবর থাকবে? কান্নাকাটি করছে সবাই এক সাথে, আমি ও ৷'
.
ধ্যাত ! মরবে না !
' মরে গেছে মরবে না আবার কি ? '
.
তুমি দেখতে থাকো
'আচ্ছা ৷'
.
কিরনমালা অমর , মরতে পারে না কখনো ৷
'আরে দূর! খেইল শেষ ৷'
.
পাঁচ মিনিট পর, আবার বিজ্ঞাপন বিরতি শেষে
.
বলো বলো বলো কি ঘটছে?
'সত্যি বিশ্বাস করতে পারে নি এভাবে আবার বেঁচে যাবে কিরনমালা ! '
.
বললাম না কিরনমালা অমর?
'হুম ঠিক ৷'
.
(তাই তো বলি সিরিয়াল কেন শেষ হয় না !!! '
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ফাও ফাও দেখে এগুলো !
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
মহসিন উদ্দিন বলেছেন: একেবারে যেন বাংলাদেশের বর্তমান অবস্থা। ধন্যবাদ সঠিক ভাবে উপস্থাপন করার জন্য।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা সুন্দর কমেন্টের জন্য !
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
সায়ানাইড সাকিব বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
আবদুর রব শরীফ বলেছেন: :p
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: সেইজন্যই সিরিয়ালও অমর
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: একদম ! সুইংগামের শেষ আছে কিন্তু সিরিয়ালের মাথা ঘুরানোর দৃশ্যের যেন শেষ নেই !
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
নিমগ্ন বলেছেন: ফাও ফাও ফাও অসহ্য!!!!