নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হয়ে যাক না আজকে কিছু না বলা কথা !

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আমাদের সবার কিছু নিজস্ব অনুভূতি, চিন্তা, ধ্যান, ধারণা থাকে, মনের গহীনে কোন একটি সিন্দুকে সেই কথাগুলো আমরা লুকিয়ে রাখতে পছন্দ করি !
>
হয়তো সকালে উঠে আজ বাবাকে বলতে চেয়েছি, "বাবা তোমাকে অনেক ভালবাসি ৷" কোথায় যেন জেনারেশন একটি গ্যাপের কারণে বলতে চেয়ে পারি না !
>
সেই মেয়েটিকে একটু আগে যাকে বলেছিলাম আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ কিন্তু কথাটির পিছনে একটি লুকানো কথা ছিল যা জানলে মেয়েটি এখন মুখ ভার করে বসে থাকতো না সেটি ছিল, "আরেকটু ডিস্টার্ব করো প্লিজ মুখে ভাল লাগছে না বললে ও মন বলছে আরেকটু বিরক্ত হয়,বেশ ভালই তো লাগছে ! "
>
ছোট্ট মেয়েটি আজ বাবার পেটের উপর উঠে লাফাচ্ছিল সেইই লাগছিল বাবার, নিজেকে অনেক সুখী মনে হচ্ছিলো বাবার তবুও বাবা বলছিল, "এই লক্ষী দুষ্টমি করো না ,করে না যাও পড়তে বসো ৷"
>
বন্ধুকে ছেলেটি বলছিল, 'যা হালা ভাগ !" কিন্তু এর পিছনে মন বলতেছিল থাক না আরো কিছুক্ষণ কত ভালবাসি তোদের বলতে পারি না !
>
কেউ কেউ সেগুলো প্রকাশ করতে লেখা বেছে নেই, কেউবা গান, কেউ বা গালাগালি আর কেউবা বারবার কল্পনা করে লিখে ফেলে কবিতা !
>
সত্যি বস ! কিছু কথা বলা যায় না ৷ বলতে চেয়ে ও বলা যায় না ৷ কেনু বলা যায় না তার কারণ ও বলা যায় না ! অপ্রকাশিত উক্তিগুলো মাঝে মাঝে কোন প্লাটফর্মে বলতে পারলে সেইই লাগে !
>
প্রিয়তমা কিছু কথা বলতে হয় না, কিছু কিছু কথা বুজে নিতে হয়, বুজে নেওয়ার চেষ্টা করতে হয়, সব কথা বলে না হৃদয় ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.