নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিছুটা রম্যঃ আইইলস্সা !

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

আমার আম্মু চা'য়ে চিনি বেশী দেয় তাই আমি এক ধরনের মিষ্টি বিস্কুট রেখেছি পাশে যে বিস্কুটগুলি এতই মিষ্টি যে এরপর শরবত টাইপের চা ও পানসে লাগে তবুও আমি সকালে চা নিজে বানিয়ে পান করি না !
.
আমি কিন্তু ভালো চা বানাতে পারি, নিজের চা'য়ে নিজে চুমুক দিয়ে চিৎকার দিয়ে বলে উঠি, 'তুমি যা বানাও না গুরু ! '
.
মাঝে মাঝে আলসে হতে ভালো লাগে ৷ হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো ৷ কাজটা আমি তুড়ি মেরে করতে পারি তবুও করবো না কিন্তু কেউ একজন পাশ থেকে বলবে, সামান্য চা ও বানাতে পারো না ? হু
.
বাবা হলে শুনেছি মানুষ আর আলসে থাকে না, তো দিন এগারোটায় এক আলসে'কে তার টুনটুনি ফোন দিলো ফোন রিসিভ করছে না কেউ, হঠাৎ ফোন রিসিভ হলো, "আইলসার আইলসা, দিন এগারোটা বাজে এগারোটা কল করেছি, রিসিভের কোন খবর নেই তোমার! " ওপাশ থেকে 'আমি আইলসা না তার বাপ, তবে বিয়ের আগে আমিও আলসে ই ছিলাম ! '
.
আলসে'রা আবার শর্টকাট পথ খুজে শুনেছি দুনিয়ার বেবাক প্রতিষ্ঠানে এই জন্য তাদের একটা কদর আছে
.
তো এক আলসে বড়শি দিয়ে মাছ ধরে বসে আছে, পাশে দিয়ে এক ভদ্রলোক যাচ্ছে তাকে অনুরোধ করলো এই ভাই বড়শি থেকে মাছটা একটু খুলে দেন না গো, তো ভদ্রলোক মাছ খুলতে খুলতে বললো এতো আইলসা হলে বিয়ের পর কি করবেন? আলসে তখন বললো, 'আপনাকে আরেকটু কষ্ট দিচ্ছি, কষ্ট করে একটা গর্বভতী মেয়ে দেখুন প্লিজ ! '
.
তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, 'তুই একটা আইলসার..... থাক আর কমু না ' তা শুনে বন্ধুটি বললো, 'তুই তো আইলসা টু দি পাওয়ার পুরো বাক্যটা বলতে পারোস না ৷'
.
প্রকৃতিতে মেয়েরা একটু বেশী আইলসা,
>বিয়ের পর শুয়ে থাকে শুধু
>মা খাওয়াই দিতে হয় বুড়ি হলেও
>আয়নার সামনে হুদাই বসে থাকে
.
যদিও তারা আমাদের বেশী আইলসা বলে তবুও মজার বেপার বিয়ের পর মানুষ তেমন আইলসা থাকে না !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.