নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ সুন্দরীর বাবা !

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আংকেলঃ মাস্টার্স তো শেষ, কাম কাজ কি করছো এখন?
বেকারঃ জব তো পাচ্ছি না !
.
আংকেলঃ পাচ্ছো না মানে?
বেকারঃ জব তো সুন্দরী মেয়ের মতো, "আসি আসি বলে আসে না !"
.
আংকেলঃ সুন্দর বলছো, আরেকটা উদাহরণ দাও ?
বেকারঃ চাকরি আমার টিউশনির মত, "পরের দিন হবে হবে বলে বেতন আর হয় না !"
.
আংকেলঃ এই নাও আমার কার্ডটা রাখো !
বেকারঃ জ্বি আংকেল এর আগে ও তিনটা দিয়েছিলেল কার্ড যাক চারটা হলো ৷
.
তুমি ছেলেটা অনেক মজার ৷ একটা কথা বলি কি চার পাঁচ হাজার টাকা হলে ঢুকে যাও ! পরে দেখবা টাকা হুহুহু করে বাড়বে ৷ ছাত্র ভালো, পড়ালেখায় ভালো, সাবজেক্ট ভালো, আদ্দব লেহেজ ভালো সুতরাং ঢুকে যাও, মেয়েটা ও বড় হচ্ছে আমার ! তার পড়ালেখা নিয়ে টেনশনে আছি !
.
"না আংকেল মেয়ে বড় হয়নি এখনো, দুই বছর পর বড় হবে, চাকরি একটা ধরে নি পার্ট টাইম ওকে ম্যাথ বুজিয়ে দিয়ে আসবো ৷"
.
আংকেলঃ কি খবর চাকরি বাকরির ?
বেকারঃ হয়ে যাবে আগামী মাসে কিন্তু সেলারি কম ! তের দিয়ে শুরু হবে ৷
.
আংকেলঃ দেখো দ্রব্য মূল্যের দাম যে হারে বাড়ছে আরো ভালো জব দেখো ৷
বেকারঃ আচ্ছা আংকেল ৷
.
আংকেলঃ কি বেকার? আকার হয়েছে?
বেকারঃ জ্বি আংকেল ৷ অমুক ব্যাংক বিশ হাজার দিয়ে শুরু !
.
আংকেলঃ তা তো বুজলাম ! ছেলে মেয়ে মানুষ করতে পারবে না ৷ সারাদিনতো অফিসে থাকবা ! সরকারি চাকরি দেখো !
বেকারঃ জ্বি আচ্ছা আংকেল ৷

(মনে মনে, চান্দু তোমার সুন্দরী মেয়েটা না থাকলে বুজাইতাম কত ধানে কত চাল)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

নিমগ্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ :D

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.