নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আপুনি, একদিন আমরাও ছোট কিউট খোকা ছিলাম !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

বইয়ের ভিতর ময়ূরের পেখমটি বাচ্চা দিবে বলে কতবার বই উল্টিয়ে দেখেছি তা দেখে বাবা হয়তো ভাবতো ছেলেটা কত বেশী পড়ুয়া !
.
এক টুকরো চম্বুক তোমার চেয়ে বেশী তার দিকে টানতো আমাকে, কতবার টিনের দেয়ালে, পেরেকের মাথায় যখন যেখানে যেভাবে যেদিকে সুযোগ পেয়েছি লাগিয়েছি আর খুলেছি !
.
চম্বুকের একটি অদ্ভুত ক্ষমতা আছে সে তোমার মতো নয়, সে নিজ থেকে কাছে টানে, শক্তি প্রয়োগ করে বিচ্ছেদ করতে হয় তাই আমার চম্বুক ভালো লাগে ৷
.
কতবার ইয়ুইয়ু গোলকটি মাটির দিকে নিক্ষেপ করেছি সে শুধু ঘুরে ঘুরে আমার দিকে ফিরে আসতো !
.
সেই রাবারের বলটি এতো জোরে বাউন্স করে আমার দিকে ফিরে এসিছিল যে ভালবাসার টানে থুতনিটা দুই ভাগ হয়ে গিয়েছিল,
.
ছোট বেলায় অনেক কিছু নিজের দিকে তেড়ে আসতো যেমন স্যারের কেরাত বেত, স্কুলের হোম ওয়ার্ক, ক্লাসের ম্যাডাম ও ফিরে এসে কান মলে দিতো,
.
রাস্তা দিয়ে হেটে আসার সময় দূর থেকে বন্ধুটিও 'এই বন্ধু দাঁড়া' বলে একশো মিটার স্প্রিন্ট দিয়ে আসতো তবুও বলতাম আরো দ্রুত আয়,
.
আট আনা'র বার্মিজ আচারের একটি বড়ইও বের হয়ে আসতো 'এই ল' বলে, প্রত্যেক বার ই 'আরেকটা দে' বলতাম !
.
রয়াল গুলি যতবার বন্ধুর দিকে তাক করে মেরেছি ততবার সে উল্টে পরে গেছে, আবার উঠে কতবার আমাকে গুলি করে মেরেছে আমি মরি নি !
.
নতুন বিবাহিত কুদ্দস আলী কতবার পাঁচটা এনে দিলে একটা ফ্রি দিবে বলে বলে আমাকে বেলুন ফুলানোর আনন্দে ভাসিয়েছি, বাজারে চকলেটের পাশে বেলুন বিক্রী হতো !
.
সে সবি আজ কেবলি স্মৃতি, যে স্মৃতিগুলো এখনো হাসিয়ে বেড়ায়, ছোট্ট টিভির বক্সে হাজার মানুষ কিভাবে বাস করে সে হিসেব আমার অংকের হিসেবের মতো কখনো মিলতো না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.