নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাবা মেয়ে\'র সম্পর্কগুলো সত্যি অসাধারণ !

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

অক্সিজেন থেকে যখন রাউজানের বাসে উঠি সন্ধ্যায় প্রায় সময় দেখি কাকতালীয়ভাবে একই বাসে একটি মেয়ে ও তার বাবা উঠে !
.
মেয়ে এবং বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে খুবই ভালো লাগে ! তারা বন্ধুর মতো আড্ডা দেয় ! ঐ গানটি মনে পড়ে যায়, 'আই লাভ ইয়ু ড্যাডি !'
.
আজ তাদের পাশের সিটে বসলাম ! মেয়েটিকে আমার মেয়ে আর তার বাবাকে আমি আমি হিসেবে কল্পনা করে দেখলাম ! তারা পৃথিবীর সবচেয়ে সুখি !
.
থুক্কু ! মেয়েটি কিন্তু পর্যাপ্ত সুন্দর ! বাবার পাশে তার নির্মল হাসি দেখে আরো সেইই লাগে চান্দুর !
.
আমার কোন বোন নেই ! কিন্তু আমার ইচ্ছে আমার একটি মেয়ে সন্তান হোক ! আমার না বলা গল্পগুলো সে শুনুক ! মেয়েটির মতো সে ও কন্টারদার কে বলুক, 'প্লিজ গাড়ি একটু পরে ছাড়ুন ! আমার বাবা আসছে !' আমার তখন ইচ্ছে হচ্ছিলো, গাড়ি পিছন থেকে টেনে ধরে রাখি !
.
জীবন বলে কোন এক্সট্রা কিছু নেই ! এই মূহূর্তটা আপনি কিভাবে উপভোগ করছেন এটাই জীবন ৷ এমন কিছু মুহূর্ত পুরোলে একদিন গত হয়ে যাবেন ! কিসের নেশায় কিসের পিছনে জীবন বাজী রেখে দৌড়াচ্ছেন ? শুধু দৌড়ালে হবে না জীবনও উপভোগ করতে হবে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,




বাবা মেয়ে'র সম্পর্কগুলো আসলেই অসাধারণ !
একদিন বাবা হবেন, আপনার ইচ্ছে মতো একটি মেয়ে সন্তানও হয়তো হবে তখন জানবেন, আজকের এই লেখাটির মর্ম ।
সেদিন কি মনে হবে, এমন শিরোনামের একটি লেখা আপনি লিখেছিলেন ব্লগ পাতায় ?????

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: হাহা আগে বাবা হয়ে নি তারপর :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.