নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একদিন বোকা মানুষ চালাক হয় !

০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯

"কখনো দেখা হয়নি কিন্তু কলমের খোঁচায় রচিত বন্ধুকে 'কলমি বন্ধু' বলে ৷" ছোট বেলায় কলমি বন্ধুর উদ্দেশ্য পত্র লিখো এমন প্রশ্ন উত্তর দিতে গিয়ে লিখেছিলাম, " পত্রের শুরুতে সালাম রইল, চাচা-চাচী ভালো আছে? তাদের ও সালাম দিও ৷ তোমার ছোট ভাইকে স্নেহ দিও আর ছোট বোনের প্রতি শ্রদ্ধা রইল ৷ মামা-মামীকে আমার কথা বইলো ৷ তোমার বন্ধু রাজীবকেও শুভেচ্ছা দিও.... গত বছরে শুধু শেষ শক্রবার তোমাকে দেখিনি ! খেলতে আসো নি কেনো?"
.
আমরা একটু হাসির জন্য মীরাক্কেল দেখি কিন্তু স্কুল শিক্ষকরা আমার মনে হয় মীরাক্কেল দেখে না, তাদের মুখটা এক্সামের খাতা কাটার সময় ফুটফুটে লাগে ! বিশেষ করে বাংলা সাহিত্য ইত্যাদি ৷৷৷
.
কথা হচ্ছিলো এক শিক্ষকের সাথে ছাত্র লিখেছে 'স্যার ডাবল জিরো দিবেন না বাবা বকে ৷'
.
কিছুদিন আগে এক ছাত্র টিফিনের টাকা খাতার সাথে পিন আপ করে দিয়ে লিখেছিলো, 'টিফিন না করে টাকাটা আপনার জন্য রাখলাম প্লিজ স্যার পাস করিয়ে দিন ৷'
.
মূল কথা সেটা না ! আমরা এক সময় অনেক বোকা থাকি ৷ মন খারাপ থাকলে আমি ছোট বেলার কিছু স্মৃতি মনে করার চেষ্টা করি তারপর নিজে নিজেই হাসি ! আমার স্বপ্ন ছিলো, 'বড় হয়ে সারাদিন বিস্কুট খাবো ৷'
.
আপনার এমন কোন স্মৃতি মনে পড়লে বলুন ৷ দেখি আপনি কতটা বোকা ছিলেন ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭

সোজোন বাদিয়া বলেছেন: "বেতনের প্রথম টাকা দিয়ে এক বাক্স চানাচুর কিনব।"

২| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

রাশেদ শাফিন বলেছেন: বড় হই না কেন?বড় হলে প্রতিদিন কোকাকোলা খেতে পারব :প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.