নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একতাই শক্তি তাতে মুক্তি !

১২ ই মে, ২০১৬ সকাল ১১:৪২

ক্রিকেট খেলা থেকে অনেক কিছু শিখার আছে, একজন দুইজন খেলোয়ার বেশী ভালো খেললে দুই একটি ম্যাচ জিতে যাওয়া যায় কিন্তু সবাই মোটামুটি ভালো খেললে চ্যাম্পিয়নশীপ অর্জন করা সহজ হয়ে যায় ৷ আপনি অনেক প্রতিভাধর চাইলে অনেক কিছু করতে পারবেন কিন্তু একতাবদ্ধ কাজ না করলে কখনো এগোতে পারবেন না ৷ আসলে একতাই শক্তি ৷
.
ছোটবেলার গল্পটি মনে আছে, এক বৃদ্ধের অনেকগুলো সন্তান ছিলো কিন্তু তারা একতাবদ্ধ ছিলো না ৷ জগড়া/মারামারি/কাটাকাটি নিয়ে থাকতো সব সময় ৷ একদিন বৃদ্ধ কিছু কাঠির টুকরো সংগ্রহ করে একটি একটি করে সবাইকে ভাঙ্গতে দিলো, সবাই খুব সহজে ভেঙ্গে ফেললো পরে যখন কিছু কাঠি একসাথে করে বেধে দিলো ভাঙ্গতে , কেউ ভাঙ্গতে পারলো না ৷ মোরাল অব দি স্টোরি কি, আর ভেঙ্গে বলতে হবে না !
.
ইসলাম আমাদের প্রতিদিন পাঁচ বেলা একতা শিখায়, এমন কি জন্ম মৃত্যু থেকে আনন্দ বেদনা সবকিছুতে একসাথে মোকাবেলা করার অনুপ্রেরণা আদেশ দেয় !
.
হার্ট সুস্থ রাখার জন্য হলেও মানুষের সাথে প্রাণ খুলে মিশতে হবে, হাসতে হবে, গল্প করতে হবে ৷ এখনি চেষ্টা করে দেখুন ৷ কেমন লাগে? পরে এসে বলবেন ৷ মানুষ মানুষের জন্য ! জীবন জীবনের জন্য !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.