নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে !

২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৫

পৃথিবীতে দুই ধরণের মানুষ আছেঃ
ক) একদল কাজ করে ! কে কি বলে সেগুলো দেখারও সময় নাই !
খ)আরেক দল কিছু করে না শুধু সমালোচনা করে মজা নেয় !
.
পৃথিবীতে সবচেয়ে নির্মল বিনোদন দুর্বলকে ছোট করে দেখে মজা নেওয়া !
.
পৃথিবীতে আরো দুই ধরণের মানুষ আছেঃ
ক) যাদের বিশ্বাস সূর্য পশ্চিম থেকে উদিত হতে পারে সেটা ও সম্ভব কিন্তু আপনার দ্বারা কিছু হবে সেটা অসম্ভব ৷
খ) যাদের বিশ্বাস আপনি একটা জিনিস মাইরি ! চাইলে সব পারেন কিন্তু করেন না !
.
সোজা কথা হচ্ছে পৃথিবীতে দুই ধরণের মানুষ আছেঃ
ক) পজেটিভ
খ)নেগেটিভ
.
কোন নেগেটিভ মানুষের কাছে গিয়ে আমি যদি বলি জানেন ভাই? পৃথিবীতে পজেটিভ/নেগেটিভ দুই ধরণের মানুষ আছে ৷ সে কি উত্তর দিবে তা আমি জানি ৷ বলবে, "এইচ আই বি পজেটিভ (HIV) ৷" এমন কিছু !
.
সত্যি পৃথিবীতে দুইটি দল আছে ৷ তারা রশি টানাটানি করছে ! একদন রশির ওপাশে আরেকদল এপাশে ৷ দুঃখের বিষয় স্বভাবগত কারণে 'না বোধক' দলটি বেশ ভারী ৷ তাই পৃথিবীতে সফল মানুষের সংখ্যা হাজারে একজনের ও কম !
.
এর চেয়ে সোজা করে বলি, 'দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে ৷' জীবন মানে অন্যজন কি ভাবছে সেটা নয়, জীবন মানে 'মানসিক প্রশান্তি ৷' কেউ না জানুক মন তো জানে সে চোর ! ডাকাত ! খারাপ মানুষ !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৩০

সোজোন বাদিয়া বলেছেন: বিবেক কিন্তু সব সময় প্রশান্তি দেয় না।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: তা ও ঠিক !

২| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:০১

নতুন বলেছেন: আমি মজা করে বলি.... আমার HIV আর hepatitis ছাড়া সবকিছুই পজেটিভ...

২৭ শে মে, ২০১৬ রাত ৯:২১

আবদুর রব শরীফ বলেছেন: হাহা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.