নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

৩৭ সাবানের বাংলা ওয়াশ !

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

আমার আব্বু আম্মু স্নো বলতে বুজে তিব্বত স্নো তাদেরকে গার্নিয়ার, অলি, নেভী ক্রিমের গল্প বলে লাভ নেই !
.
তিব্বত পাউডারের ক্ষেত্রেও একই দশা ! তাদের জনসন পাউডারের গল্প বলে কোন ফয়দা হবে না ৷
.
আমার দাদা দাদী নানা নানী সবান বলতে বুজে ১৯৩৭ গোল্লা সবান তাদের সার্ফএক্সেলের কিচ্চা কাহিনী শুনিয়ে হেদায়ত করতে পারবেন না !
.
একবার এক বড় চাচাকে বললাম, আর কত ফিটকিরি ব্যবহার করবেন ? এই নেন কুল আফটার শেইভ ক্রিম ! আমার দিকে এমন হা করে তাকিয়ে ছিলো যেন মহা অপরাধ করে ফেলেছি !
.
পূর্বপুরুষরা যেটারে ভালবাসতো সেটা আর ছাড়তো না তেমনি করে বউকেও বুকে আগলিয়ে রাখতো ! টিস্যু যুগের ছেলে মেয়েরা 'তোমাকে ভালবাসি' খোদাই করা রুমালের মর্ম কখনো বুজবে না ! তারা মুখ কেলিয়ে বলবে, এক রুমাল পাঁচ বছর ব্যবহার ! হাউ ইজ ইট পসিবল ম্যান ? কিন্তু ঐ রুমালে এক মাস নরম হাতের আলপনা চলতো এটা শুনলে নিশ্চিত বেহুশ হয়ে পড়বে তারা ! রুমালের ভাজে ভাজে তিব্বত পাউডার থাকতো ! তার ভাজে ভাজে ভালবাসা ও...!
.
আসলে তখনকার ব্রান্ডগুলো তাদের মনে এমন ভাবে জায়গা করে নিয়েছিলো যে কেউ কেউ তার বউকে আদর করে ডাকতো তিব্বত বেগম !
.
আমরা বাংলা ওয়াশ বলে বলে চিল্লাই ! আসলে সেটা হবে '১৯৩৭ সাবান দিয়ে বাংলা ওয়াশ !'

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমি ত জানতাম ১৯৪৭।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০

আবদুর রব শরীফ বলেছেন: ৩৭ সাবানের গোল্লা নাামে পরিচিতো !

২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: হা হা, আমার মা এখনো হাতে ধোয়ার সাবান হিসেবে কসকো গ্লিসারিন সোপরেই বেশি দাম দেয়, ওইটা নাকি গলে কম, আর গোসলের জন্য স্যান্ডালিনা। হ্যান্ডওয়াশ তারে টানে না, ডাভ তার পছন্দ না।

১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহাহা !

৩| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মিঃ অলিম্পিক বলেছেন: হুম হাসাই কইচেন....

১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

আবদুর রব শরীফ বলেছেন: হ রে ভাইজান !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.