নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হেরে গেছে বাবারা ! হেরে গেছি আমরা !

১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৩

পরিচিত এক গ্যাস কোম্পানির পিয়ন যখন পাঁচ বছরে পঞ্চাশ লাখ টাকা সঞ্চয়ের গল্প শুনায় তখন আমার কিছু বিখ্যাত মানুষের গল্প মনে পড়ে যায় ! একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাশে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অর্থনীতিবিদ মইনুল ইসলাম স্যার কত কষ্ট করে নিজের জমানো সব সম্বল শেষ করে মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকা জোগাড় করছিলেন ভেবে এখনো শিহরিত হয় !
.
এই দেশে কিছু ভিক্ষুকেরও দুই চারটা বাড়ি থাকে কিন্তু কিছু সম্মানিত মানুষের মাথা গুঁজার ঠাঁই ও থাকে না !
.
শেষ যখন কবি নজরুলের জীবনী নিয়ে একটি বই পড়ছিলাম সেই বইয়ের শেষে লেখক আক্ষেপ করে একটি কথা বলেছিলেন, 'মৃত্যুর পর যে টাকা দিয়ে নজরুলের স্মৃতিস্তম্ভ করা হয়েছিলো তা ইহকালে তার হাতে দিলে সে অন্তত শান্তিতে মরতে পারতো !'
.
কোটি টাকায় নির্বাচিত জন প্রতিনিধি যখন চিফ গেস্ট হয়ে মনে মনে বুলি আওড়ায়, 'আমার চ্যাটের বাংলা ! আমি তোমায় চুষতে ভালবাসি !' তখন পলান সরকারের মতো কোন দেশপ্রেমিক ছিঁড়া সেন্ডেলে বল্টু লাগিয়ে মাইলের পর মাইল হেটে বই বিলি করছে !
.
শত কোটি টাকা ব্যাংক লোন মেরে দিয়ে দুই চার লাখ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে আজ কেউ কেউ পীর !
.
বিশ লাখ টাকা ঘুষ দিয়ে পিওনের চাকরি নেওয়া ছেলেগুলো সমাজের চোখে আইডল ! গরুর রশি মেয়ের গলায় পরিয়ে বিয়ের বাজারে তুলছে বাবারা ! সেই বাবার শিখিয়েছিলো, 'সদা সত্য কথা বলিবে !' 'সততা সর্বোউৎকৃষ্ট পন্থা !' কিন্তু টাকার কাছে হেরে গেছে তারা ! হেরে গেছি আমরা !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৯

বিজন রয় বলেছেন: এটাই এদেশের চিত্র।

১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: ভয়ানক চিত্র !

২| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:২৭

পাকাচুল বলেছেন: কোম্পানীটার নাম কি?

১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: নাম বলছি না তবে এমন আরো গল্পেের স্বাক্ষী আমরা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.