নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এই শহরে ভিক্ষা নেশা না পেশা, না অভাবী দশা ?

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কাস্টমসের সমানে এক ফকিরকে দেখলাম থালা নিয়ে বাসে উঠলো ৷ থালাতে তিনটা দশ টাকার নোট এবং কিছু এক টাকা দুই টাকার কয়েন ছিলো ৷ বেলা তখন বারটা বাজে ৷
.
ইয়ং ওয়ানে এক ভাইয়ের সাথে জরুরী মিটিং ছিলো ৷ সেটা শেষ করে আমার ও বায়জিদ অফিসে পৌছানোর তাগাদা ছিলো ৷
.
সুতরাং অফিসের উদ্দেশ্যে বাসে উঠলাম ৷ কোন গাড়ি নাইকা ৷ তার উপর ঐ বাসে যাত্রী কম হওয়ায় বাসওয়ালা নামিয়ে দিয়ে আমাদের আরেকটি বাসে উঠিয়ে দিলো ! সে বাসে কাকতালীয়ভাবে সে ফকিরও উঠলো ! সেই থালা নিয়ে যেই থালা নিয়ে এক ঘন্টা আগে উঠছিলো বাসে !
.
ঐ থালায় দুই ঘন্টায় এতোগুলো দশ টাকার নোট পড়েছে যে কিউরিসিটি বসত জানতে ইচ্ছে করলো দুই ঘন্টায় তার আয় কতো? দুই-তিনশো টাকার কম হবে না ! যেখানে আমার পকেটে ছিলো মাত্র সত্তর আশি টাকা !
.
এই লেখাটির উদ্দেশ্য আছে সেটি হলো পেটের টানে ভিক্ষা এক জিনিস আবার ভিক্ষাকে পেশা হিসেবে নেওয়া এক জিনিস !
.
শত শত প্রতারণা দেখি ! কিভাবে ভিক্ষা নামক পেশা আড়ালে প্রকৃত অভাবীরা হারিয়ে যায় ! কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় টু নিউ মার্কেট তরীতে উঠলাম ৷ এক মহিলা ভিক্ষুক উঠে সাহায্য চাইতে লাগলো ৷ দিল নরম হলো কিন্তু পকেটে হাত দিতে গিয়ে একটি বিষয় মাথায় আসলো তা হলো, ভিক্ষুকটি একটি ডাক্তার প্রেসকিপশন দেখিয়ে প্রমাণ দিতে লাগলো তার ইনসোমনিয়া ! রাতে ঘুম হয় না সে নাকি পাগল হয়ে যাবে ৷ কিন্তু সে কেনো তাহলে প্রেসক্রাইব কপিগুলো বিশ টাকা খরচ করে লেমেনোটিং করাতে গেলো !
.
কে সত্যি বলে কে মিথ্যে বলে সেদিকে যাবো না ! পাঁচ দশ টাকা তেমন কিছু না তবে বেপার অন্য জায়গায় ৷ আমাদের দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা ! কত ভয়ানক ! তাই পকেটের কোণে কিছু টাকা জমিয়ে রাখি মাগার শহরে ভিক্ষা দিই না ৷ আমি জানি আমার এলাকায় কোন মানুষটাকে সাহায্য করা দরকার ৷ সবাই যদি নিজ এলাকার প্রকৃত গরীব মানুষটির দিকে এগিয়ে আসে তবে দেশ পাল্টে যাবে ৷ বিলিভ ইট আর নট ! এই শহরে ভিক্ষুক সিন্ডকেট আছে তারা বিভিন্ন উপায়ে শিশুদের বিকলাঙ্গ করে রাখে ৷ এখানে ভিক্ষার জায়গাও হাজার টাকায় কিনতে হয় ! এটা ইনভেস্ট !

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:




ভিক্ষা ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে এমপি হওয়া, বা খুলনা পাওয়ারের মালিক হওয়া; আপনি দরিদ্রদের ব্যবসা দেখেন, বেক্সিমকোর ব্যবসা বুঝেন না!

১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২২

আবদুর রব শরীফ বলেছেন: সেটাও ঠিক বলছেন ! রন্ধ্রে রন্ধ্রে ব্যবসা !

২| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০২

বিজন রয় বলেছেন: চাঁদগাজী বলেছেন:

ভিক্ষা ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে এমপি হওয়া, বা খুলনা পাওয়ারের মালিক হওয়া; আপনি দরিদ্রদের ব্যবসা দেখেন, বেক্সিমকোর ব্যবসা বুঝেন না!

খারাপ বলেন নাই।

১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২২

আবদুর রব শরীফ বলেছেন: সহমত !

৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৩০

বর্ণিল হিমু বলেছেন: বিজন রয় বলেছেন: চাঁদগাজী
বলেছেন: ভিক্ষা ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে এমপি হওয়া, বা খুলনা পাওয়ারের মালিক হওয়া; আপনি দরিদ্রদের ব্যবসা দেখেন, বেক্সিমকোর ব্যবসা বুঝেন না! খারাপ বলেন নাই।

১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৩

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তার বিষয় তো বটে তাই বলে এটাকে বৈধতা দেওয়া যায়?

৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি জানি আমার এলাকায় কোন মানুষটাকে সাহায্য করা দরকার ৷ সবাই যদি নিজ এলাকার প্রকৃত গরীব মানুষটির দিকে এগিয়ে আসে তবে দেশ পাল্টে যাবে ৷

কথা সত্য। ধন্যবাদ ভাই আবদুর রব শরীফ।

৫| ১৮ ই জুন, ২০১৬ রাত ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেপার অন্য জায়গায় ৷ আমাদের দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা ! কত ভয়ানক !

তাই পকেটের কোণে কিছু টাকা জমিয়ে রাখি মাগার শহরে ভিক্ষা দিই না ৷

সবাই যদি নিজ এলাকার প্রকৃত গরীব মানুষটির দিকে এগিয়ে আসে তবে দেশ পাল্টে যাবে ৷

বিলিভ ইট আর নট ! এই শহরে ভিক্ষুক সিন্ডকেট আছে তারা বিভিন্ন উপায়ে শিশুদের বিকলাঙ্গ করে রাখে ৷

+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.