নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া ঈদের গল্প !

২২ শে জুন, ২০১৬ সকাল ১০:২৮

তখন বছরে এক বার শার্ট প্যান্ট জুতো কিনতাম আর তা দিয়ে পুরো বছর কাটাতাম মাঝে মাঝে দুই একটা বোনাসও পেতুম কদাচিৎ ! যে কথা গুলো বলছি এগুলো শুধু আমার কথা না সকল নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প ! কারণ গল্পগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বুজেছি শুনেছি উপলব্ধি করেছি !
.
ঈদের শার্ট দেখে দেখে কখন যে আরেকটি ঈদ চলে আসতো তার খবর কে রাখে ? বালিশের পাশে নতুন জুতো রেখে ঘুমানোর ইতিহাসও আমি ভুলি নি ভুলবো না ! এক সময় আমাদের দৌরাত্ব ছিলো হকার মার্কেটের সামনে দোকানগুলো তারপর বড়জোড় ভিতরের দোকানগুলো ! ভাই আসেন ! কি নিবেন ! এমন ও হতো আড়কোলা করে দোকানে ডুকিয়ে দোকানদার বাড়ি জিঙ্গেস করায় সন্দ্বীপ বলাতে সে হো হো করে হেসে বলে ওটা তার শ্বশুরবাড়ি !
.
কোন মতেই সে শ্বশুরবাড়ির লোক থেকে বেশী দাম নিবে না ! আশ্বস্ত বিশ্বস্ত হলাম যদিও পরে ঈদের পরের দিন শার্টের বোগল তল ছিঁড়ে যাওয়ায় আজব তাজ্জ্ববভাবে তটস্ত ও হয়েছিলাম !
.
ব্রান্ড বলতে তখন আমার শুধু menz এর সাথে পরিচয় ! বড় হচ্ছি বলে চাচা আমাকে ব্রান্ডের শার্ট গিফট করেছিল ! সেদিন বুজেছিলাম বক্স শার্টের উপরও শার্ট আছে যেমনি বাঘের উপর টাক থাকে !
.
আস্তে আস্তে কত কিছু পাল্টে গেছে ! ব্রান্ডের শার্ট পরে এলাকায় হাঁটা তারপর ওগুলো পরে ঘুমাতে যাওয়া ! জীবন কত পাল্টাই ! এখন হকার মার্কেট দেখলে থমকে দাঁড়ায় ! সেই শার্ট যেগুলো দশ বছর আগে আশি টাকা ছিলো সেগুলো এখনো মাত্র দেড়শ টাকা ! আসলে গরীবের তেমন দাম বাড়ে না ! ওদের খুব আপন মনে হয় ! একদিন বাবার সাথে আমি ও বেছে বেছে কিনতাম !
.
বাবা বলতো,
এটা নিবি ?
-'ওটা করিম পড়ে !'
ঐ টা নিবি?
-'ওটা সেলিম পড়ে !'
আগে যেটা দেখছস সেটা নিবি ?
-'ওটা রহিম্মা পড়ে !'
হাজার হলেও আমরা আমরাই তো ! মিলে যাওয়ার ভয়ে আতংকে থাকতাম ! কারণ ঈদের দিন কেউ একজন হয়তো বলে বসবে , "তুই করিম্মার শার্ট পড়ছস ! তোর ঈদ হয়বো না !' খাইছেরে !

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ঈদের গল্প হারিয়ে গেল কই?
এই তো সেই গল্প গুলো আপনিই আমাদের উপহার দিলেন। অনেক ভাল লাগল।

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম এতো সুন্দর কমেন্টটির জন্য!

২| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪

ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: ভাল লাগলো

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ !

৩| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

সমুদ্রচারী বলেছেন: আমরা শৈশবে যে অসাধারন ঈদ কাটিয়েছি , এখনকার ডিজুস প্রজন্ম তার আবেদন বুঝবে না

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: আমাদের স্মরণ আর তাদের ধরণ দুটোই আলাদা !

৪| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা,, সত্যি অসাধারণ ছিল। তখনকার ফিলিংস গুলা।
ভালো লাগল পোস্টটা...

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৫০

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা অনুপ্রাণিত করার জন্য !

৫| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৫২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.