নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সকাল বেলার রাজা সে যে ফকির সন্ধ্যা বেলা !

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৪

দুই বছর আগে রমজানে জুম্মার নামায পড়ে আসার সময় যে ছেলেটাকে দেখছিলাম রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে সে ছেলেটা এই রমজানে রোজা তো রাখছে তার উপরি কোন তাহাজ্জুদ মিস করছে না ! তাজ্জব মাইরি !
.
একটা ছেলেকে জানি এতো অভদ্র ছিলো যে একদিন এক মেয়ের সামনে প্যান্টের চেইন খুলে কেস খেয়ে স্যারের সামনে ও খুলে গাদ্দারি করে বের হয়ে গেলো সে ও কিছুদিন আগে দেখলাম সেই স্যারের পা ধরে সালাম করছে ! আজব মাইরি !
.
সেবার কেউ গণিতে ফেইল করে নি কিন্তু একটি ছেলে ডাবল জিরো পেয়ে সবার হাঁসির পাত্র হয়েছিলো সেই ছেলেটি একবার একশ তে একশ পেয়ে সবাইকে নির্বাক করে দিয়েছিলো !
.
বদলে যাওয়ার গল্প ঐ ছেলেটির কথা না বললেই নয় ! যার ডজনের কম গার্লফ্রেন্ড ছিলো না ! সামাল দিতে দিয়ে সে রুটিন করতো ! একটি মেয়ে তাকে এতোটা পাল্টে দিলো যে সেই ছেলেটি কোন মেয়ের দিকে তাকানো তো দূরে কথা কল্পনায় ও আনে না !
.
এক চোরকে জানি যার সাথে আমার পরিচয় হয়েছিলো ! আমি অবাক নয়নে তার চুরির গল্প শুনতাম ! গল্প শুনতে শুনতে সদ্য কিনা এন্ড্রোয়েটটি বারবার চেক করে দেখতাম ! ঠিক জায়গায় আছে কি না ! সেই লোকটি সত্তর হাজার টাকা কুড়িয়ে পাওয়ার পর কিভাবে তার মালিককে খুঁজে তার হাতে পৌঁছে দিয়েছিলো সে গল্প আমি ভুলতে পারি না ! পারবো না !
.
শুনেছি এক ভাইয়ের বন্ধু সার্কেলে যে ছেলেটি মাস্টার্স করে চার হাজার টাকা বেতনে চাকরি করে হাঁসির পাত্র হয়েছিলো সে হঠাৎ রিয়েল এস্টেট বিজনেসে এতো লালে লাল হয়েছে যে রেডিসন ব্লুতে পার্টি উপর পার্টি দেয় ! মুখ বন্ধ !
.
এমন হাজারে পাল্টে যাওয়ার গল্প দেখছি দেখবো ! উল্টো ও কম হয়নি সেই প্রবাদের মতো, 'সকাল বেলার রাজা সে যে ফকির সন্ধ্যা বেলা !'
.
কত ভালো ছেলেকে দেখি পিছনে দুইটা আর্মস নিয়ে ঘুরে ! মেয়েদের দিকে চোখ উল্টে না তাকানো ছেলেটি আজ ধর্ষণের আসামী !
.
হাতো সিগারেট দেখে বন্ধুত্ব ছিন্ন করা ছেলেটি আজা মদ গাঁজা হিরোইন ফেন্সিডিলে ভূত হয়ে থাকে অথচ যার হাতে সিগারেট ছিলো সে সেই কবে সিগারেট খাওয়া ছেড়েছে !
.
মূল কথা, দূর বেটা তুমি কোন আবাল ! কিসের তোমার এতো অহংকার ! শুনেছি ইবলিশ শয়তান হাজার বছর এবাদত বন্দেগী করে ও একটু অহংকারের কারণে আজ ইবলিশ শয়তান !

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৪

জন ঈসা বলেছেন: ভাল লিখছেন।

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৫০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান !

২| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: ভাল।

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৫১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ৷

৩| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: তাজ্জব মাইরি :)

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৫২

আবদুর রব শরীফ বলেছেন: কত কিছু ঘটে যাই চোখের পলকে !

৪| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৪

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: মুখ বন্ধ... পাল্টানোর একটা নিজস্ব গতি আছে। তাজ্জব মাইরি

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৫| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.