নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !\'

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

ছোট মেয়েটি এসে আমার পা ধরে সালাম করলো ! তবুও তাকে মাফ করো বললাম ! কারণ ফয়েজ লেক ডুকার জন্য আমি এগারশো টাকা দিয়ে টিকেট কিনেছি ! সুতরাং পাঁচ টাকা বাঁচাতে হবে !
.
কিছুক্ষণ পর মনে হলো এই প্রথম কেউ আমার জীবনে পা ধরে সালাম করলো ! আহা কি শান্তি ! তবে কি আমার উচিত ছিলো তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলা 'বেঁচে থাকো মা ! বেঁচে থাকো আজীবন !' না ! তার মাথা নোংরা ৷ সে টোকাই ! তাকে ছুঁলে জাত যাবে ৷ তবে কি সে আমার পা ছুঁয়ে আমার জাত মেরে দিয়েছে !
.
খুব ইচ্ছে করছে দেখতে টক শো তে মানবাধিকার নিয়ে কথা বলা মানুষগুলো এমন পরিস্থিতিতে পড়লে কি করে ? তারা কি বাচ্চাটিকে কোলে তুলে আমার সোনা বাবু হলে হাতে দশ টাকা গুঁজে দেয় ? মনে হয় টক শো শুরু করে দেয় ! শুনেছি তারা ও আমার মতো মাফ করো বলে বলে টিভি চ্যানেলের দিকে হেঁটে যায় !
.
পৃথিবীর সবচেয়ে কঠিনতম ডায়লগ কি জানেন ? 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !'
.
এই লেখাটি লেখার আমার অধিকার নেই ! লেকচার সবাই দিতে পারে ! আমি ও ! লেখাটি লিখেছি এই কারণে জীবনে প্রথম কেউ পা ধরে সালাম করায় আমি তাকে পাঁচটা টাকা দিয়েছিলাম ! ঐ পাঁচ টাকা দিতে গিয়ে মনে হয়েছিলো আমার মানিব্যাগ খালি হয়ে গিয়েছিলো কিন্তু তার আগে এই আমি এগারো'শ টাকা দিয়ে দুইটা টিকেট কিনেছি ! মনে হলো বেপার না !
.
ঘটনাটি ঘটার একটু আগে আমি একটি ছেলেকে দেখেছি সে কিছু টোকাই ছেলে মেয়েদের নতুন দশ টাকার বান্ডিল একটি বের করে একটি একটি করে দিচ্ছে ! তাদের আমড়া খাওয়াচ্ছে ! গল্প করছে ! তারপর একটি হুন্ডায় উঠে ভোঁ ভোঁ করে চলে গেলো ! তার কান্ড দেখে দুই একজন লাইনে দাঁড়ানো লোক টিটকারী মার্কা হাসি দিচ্ছিলো ! আমিও মজা নিচ্ছিলাম ! একজন তো বলে উঠলো, 'পাগলামী দেখে বাঁচি না, টাকা বেশী হয়ে গেছে ! টোকাই গুলোর অভ্যেস খারাপ করে ফেলতেছে !'
.
কেউ কেউ বলে না ! শুধু পাল্টাই ! কারণে অকারণে সমাজ পাল্টাই ! আমি তোমাদের মত কেউ একজন হতে পারি নি কিন্তু তোমরা পেরেছো ! সেলুট তোমাদের ! মাটির সাথে মিশে তোমরা খাঁটি সোনা হয়ে গেছো !

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

আনিসা নাসরীন বলেছেন: 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !' এত সুন্দর কথা, এত সত্য কথা।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: নিদারুণ সত্যি

২| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগল।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !'


আহা! কী কষ্টের কথা!

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

আবদুর রব শরীফ বলেছেন: জীবন যেখানে যেমন !

৪| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২২

জোবায়ের হোসাইন জামীল বলেছেন: সত্যি গরীবের দুঃখ কেউ বুঝতে চাই না,আমরা হাযার টাকার পোশাক পরতে পারলেও কিন্তু গরীবে মুখে একমুঠো খাবার তুলে দিতে পারি না।
আবার কেউ কেউ তো আছেন অন্য কেউ দিতে চাইলেও তাদের সহ্য হয়না।
আল্লাহ আমাদের বুঝ দান করুণ।আমীন

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০১

আবদুর রব শরীফ বলেছেন: গরীবের দুঃখ গরীবে বুজে !

৫| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

গাওসেল এ. রাসেল বলেছেন: লেখক সাহেব, আপনাকে বলছি। এভাবে নয় এভাবে ঠিক লিখতে হয় না, সত্যিটাকে খুব গভীর হতে এভাবে ঠিক বার করতে হয় না। গত কিছুদিন ধরে ফেইসবুক আর ব্লগে ধর্ম নিয়া জ্ঞান গভীর এবং অতি অবশ্যই আজাইরা পোস্ট এবং কমেন্ট পড়তে পড়তে যখন তিতি-বিরক্তির শেষ সীমায় পৌছে গেছি ঠিক তখন এইরকম একটা লেখা অন্তত আমার জন্য খুব জরুরী ছিল।
প্রথমে ঐ কথাটা বললাম এইজন্য যে সত্যিটা খুব সময়ই আমরা নিতে পারি। অন্তত আমার তাই মনে হয়। মানবতা আজ মন্দির-মসজিদ-গির্জায় বন্দি। সাথে নিয়ে কেউ ঘুরে না ফলে এই সমস্ত পথশিশুও মানবতার দেখা পায় না। আবার এক সেন্সে এটা ঠিক আছে, ওরা শিশুকাল থেকেই শিখুক পৃথিবীটা কি চিজ ! বাস্তবতা কতো করুণ!
আপনার এই সুন্দর লেখার জন্য ধন্যবাদ। তারপরও যদি আমার চোখটা খোলে।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৩

আবদুর রব শরীফ বলেছেন: সবি আপনার মহান হৃদয়ের পরিচয় ! অতি নগন্য মানুষটি একটু হলেও অনুপ্রেরণা পেলুম !

৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১

ক্লে ডল বলেছেন: 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !'

রূঢ় বাস্তবতা! :(

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৪

আবদুর রব শরীফ বলেছেন: গল্পের ভিতরের গল্প !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.