নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'ইসলাম শান্তির ধর্ম !\'

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪

আমার বুকের একপাশে সমস্ত আবেগ জুড়ে ভালবাসার স্থান দখল করে আছে 'ভারতীয় বাংলা সিনেমা' আর অন্যপাশে সমস্ত ঘৃণার স্থান দখল করে আছে 'ভারতীয় বাংলা সিরিয়াল ৷' কিন্তু কথা হচ্ছে এক সপ্তাহের মধ্যে পীস টিভির সম্প্রচার বন্ধ করার সিন্ধান্ত নিতে পারলে কেনো এক যুগের মধ্যেও 'Z বাংলা' 'স্টার জলসা'র মতো চ্যানেলগুলো বন্ধ করতে পারে নি সরকার !
.
বন্ধ যখন করবেন সব একসাথে বন্ধ করুন ৷ তবে পীস টিভিতে আমি কখনো উসকানীমূলক কোন অনুষ্ঠান প্রচারিত হতে দেখি নি ৷ আমার হৃদয়ের একপাশে আমি জাকির নায়েকের প্রতি ভালবাসা পুষে রাখি ! তার মানে কি আমিও জঙ্গী ? জঙ্গীরা তো শ্রাদ্ধা কাপুরসহ অনেকের সাথে ডান্স করতো তাদের ফলোয়ার ছিলো ! এমনকি নায়ক ফেরদৈসের ফ্যান ছিলো তবে কি সে ও জঙ্গী উদ্ভবে ইন্দন যুগিয়েছে ?
.
জঙ্গী উদ্ভবের জন্য ধর্মকে না বুজে অধ্যয়ন ই দায়ী ! কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর !
.
হাতী এবং সাতজন অন্ধের গল্পটি মনে আছে? সাতজন অন্ধকে একটি হাতীর সামনে দাঁড় করিয়ে বলা হয়েছিলো, হাতী কেমন প্রাণী হবে দেখতে?
>
প্রথম অন্ধ হাতীর পিঠ ধরে বললো হাতী দেখতো দেয়ালের মতো
>
দ্বিতীয় অন্ধ হাতীর লেজ ধরে বলেছিলো হাতী দেখতে সাপের মতো
>
তৃতীয় অন্ধ হাতীর পা ধরে বলেছি হাতী দেখতে লাঠির মতো
>
এভাবে সাতজন সাত রকম বলেছিলো কিন্তু কেউ জন ওদের বুজিয়ে বলেছিলো হাতী দেখতে হাতী'র মতো তেমনি কেউ একজন বুজিয়ে বলার ক্ষমতা রাখতে হবে 'ইসলাম একটি শান্তির ধর্ম ৷' তবেই সমস্যার সমাধান হবে ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সরকারের মাথা আওলাইয়া গেছে...

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তা করতেছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.