নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি বাদাম খেলে কিন্তু কাগজের গল্পটি পড়ে দেখলে না ! ছুঁড়ে দিলে....!

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

অনেক দিন পর মেয়েটির সাথে দেখা ! সদ্য কেন মার্সিডেঞ্জ বেঞ্চের চকচকে দরজা ঠেলে বের হতে হতে মেয়েটি ছেলেটিকে ডেকে বললো, 'এই শুনো...তুমি কি এখনো বেকার ?'
.
ছেলেটি উত্তর দিলো, 'না আমি স্বাবলম্বী, মানে তোমায় ছাড়া চলতে শিখে গেছি !'
.
তারপর মেয়েটি বললো, 'চলো পালিয়ে যায় !'
.
এরপর থেকে শুরু হলো একটি ইতিহাসের ! ছেলেটি অপহরণ মামলার আসামী ! দিন রাত পালিয়ে থাকে দুইজনে ! সেদিন দেখলাম ছেলেটি সিএনজি চালাচ্ছে !
.
তাদের ছোট্ট সংসার দেখার আমন্ত্রণ পেলাম ! গিয়ে দেখলাম মেয়েটা পুঁই শাক রান্না করছে ৷ শেষ যখন মেয়েটিকে দেখেছিলাম একটি থাই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলো !
.
লাকড়ির চুলোর ধোঁয়ার ফাঁক দিয়ে সে আমাকে দেখে ভাইয়া বলে ডাক দিলো ! লাস্ট যেদিন ভাইয়া বলে ডাক দিয়েছিলো সেদিন সে গোল্ড ওয়াশ করে পার্লার থেকে বের হচ্ছিলো !
.
প্যাভেলিয়নের জমকালো অনুষ্ঠানে যে মেয়ের দামী কামিজে একটু স্যুপের ঝোল লাগাতে মন খারাপ করে বলেছিলো তার পোষাক দেখে তো আমি থ ! অথচ মুখে কি সাবলীল হাসি !
.
মামের বোতল হাতে নিয়ে হাঁটার অভ্যেস ছিলো মেয়েটির সেই হাতে বিশ টাকার মার্কেটের প্লাস্টিকের একটি জগ ! ঢকঢক করে গ্লাসে পানি ঢালছে ! ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে পড়ছে !
.
না মেয়েটির পরিবর্তন নিয়ে আমি কোন কথা বলবো না ! সত্যি বলবো না ! আমি শুধু ছেলেটিকে দেখে অবাক হচ্ছি ! কিভাবে ভালবাসা দিয়ে একটি মডার্ণ মেয়েকে গেঁয়ো ভূত বানিয়ে দিলো ! যদি তাকে দেখে গোঁয়ো পরী মনে হচ্ছে !
.
তোমরা ইতিহাস খুঁজে বেড়াও ! সেখান থেকে লায়লী-মজনু, চন্ডীদাশ রজকীনি, রাধা কৃঞ্চ, রোমিও জুলিয়েট, আনারকলি শাহজাদা সেলিম, ল্যাঞ্ছলট অ্যান্ড গুইনেভারা, ট্রিস্টান অ্যান্ড অ্যাইসোলেইড, অরফিয়াস অ্যান্ড ইরিডাইস, নেপোলিয়ন অ্যান্ড জোসেপাইন, ওডিসিয়াস অ্যান্ড পেনেলোপ, পাউলো অ্যান্ড ফ্রান্সেসকা,
স্কারলেট ও’হারা অ্যান্ড রেথ বাটলার,
জেইন আয়ার অ্যান্ড এডওয়ার্ড রজেস্টার, লুইস অ্যান্ড বেলার্ড, রামোস অ্যান্ড থিইবী, ডার্সি অ্যান্ড এলিজাবেথ,
পকাহন্টাস অ্যান্ড জন স্মীথসহ কত হাজারো প্রেম কাহিনী খুঁজে ফিরো অথচ তোমার পাশে এমন হাজারো কাহিনী তা কি কখনো খুঁজে দেখেছো ?
.
প্রতিদিন কতো খবর আসে পত্রিকার পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে ! সত্যি বলতে কি, মানুষের জীবনটায় এক একটি জ্বলন্ত গল্প, উপন্যাস, কবিতা ! তুমি বাদাম খেলে কিন্তু কাগজের গল্পটি পড়ে দেখলে না ! ছুঁড়ে দিলে....!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

মেহেদী রবিন বলেছেন: ঐ মিয়া। আধুনিক বিলাসী লিখলেন নাকি ? ওখানে নায়ক মৃত্যুঞ্জয় আর আপনার নায়িকা নামহীন। বাকি তো সব একই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

আবদুর রব শরীফ বলেছেন: বিলাসীর সাথে মিলে গেলে লেখক দায়ী নই !

২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সত্যিই আশেপাশে অনেক ঘটনাই আমাদের অজানা থাকে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

আবদুর রব শরীফ বলেছেন: জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে !

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

কানিজ রিনা বলেছেন: তুমি কি দেখেছ কভু কতযে সপ্ন মুকুলেই
ঝরে যায়। সুকনো পাতার মরমর বাজে
কত সুর বেদনায়।
মা আমার বাবা যদি নষ্ঠামী নাছারে আমি
কোন দিন বিয়ের পিঁড়িতে বসব না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

আবদুর রব শরীফ বলেছেন: কি গভীর চিন্তার ফসল গানটি......

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: সত্যিই তো............

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

আবদুর রব শরীফ বলেছেন: সত্যি বলছি তোমাকে আর ভালবাসি না

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

আপনার আপন বলেছেন: small,simple but funny

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.