নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইয়া আল্লাহ ! ক্ষমা করো জান্নাত দাও ! আমি পাপী, অনুতাপী !

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

ধরুণ পৃথিবীর সবচেয়ে দামী এবং বিলাসবহুল Bugatti Veyron Super Sports গাড়িটি আপনার গ্যারেজে অযত্নে অবহেলায় পড়ে থাকে !
.
২০১ ক্যারট ডায়মন্ডের পৃথিবীর সবচেয়ে দামী 'কোপার্ড ২০১' ঘড়িটি হাত থেকে খুলে টেবিলে নিক্ষেপ করা আপনার ফ্যাশন !
.
চ্যানেল, গুচি, মার্ক জাকবস, ডিওর, প্রাডা, ডলকে এন্ড গাব্বানা, আরমানি, গেস, ভ্যালেন্টিনু, লুইস ভুইট্টনের মতো পৃথিবীর সেরা ব্যান্ডের পোষাক ছাড়া আপনার নিত্যদিন চলে না !
.
একুশ শতকের তাজমহল খ্যাত 'আন্তিলা' বাড়িটি ক্রয় করার জন্য আপনার ঘুম হারাম ! কিন্তু মুকেশ আম্বানি বিক্রী করছে না !
.
সুগন্ধির নতুন মাত্রা যোগ করতে DKNY Golden Delicious মিলিয়ন ডলারের Fragrance Bottle টি আপনার রুমের দক্ষিণ পাশে রাখা !
.
শিল্পী এডওয়ার্ডের 'দ্য স্কিম' চিত্রকর্মটি দেয়ালের উত্তর পাশে টাঙ্গানোর স্বপ্ন দেখে আপনি !
.
এতকিছুর পরও জীবন আপনাকে অসুখী করে তুলবে ! কারণ আপনি মৃত্যুকে জয় করতে পরবেন না !
.
পৃথিবীর সেরা ধনীবর্গ কার্লোস স্লিম, বিল গেটস, ওরটেগা, ওয়ারেন বাফেট, ল্যারি এল্লিসন, চার্লস কোচ, ডেভিড কোচ, লি কা শিং অথবা আরনাল্টকে যদি আপনি জিঙ্গেস করেন আপনার শেষ ইচ্ছে কি ? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আমি মৃত্যুকে জয় করতে চাই !
.
কিন্তু মৃত্যুকে জয় করা যায় না, অমর হয়ে থাকা যায় ! কোন একটি ভালো কাজের মধ্য দিয়ে !
.
বড়জোড় ভাগ্য ভালো থাকলে একশ বছর বাঁচবেন ! দুইশো বছর তো নয় ! কেমন হয় একটু ভেবে দেখুন পরের জনমে আমি বিশ্বজগতের সবচেয়ে দামী জিনিসগুলো ভোগ করছি কিন্তু মৃত্যু নেই ? তার সন্ধান করা বুদ্ধিমানের কাজ...! ইয়া আল্লাহ ! ক্ষমা করো জান্নাত দাও ! আমি পাপী, অনুতাপীী !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মানুষ এই কারণে অসুখী নয় যে,তারা মৃত্যকে জয় করতে পারে না।
মানুষ অসুখী কারণ তাদের চাওয়া-পাওয়ার শেষ নেই।

২| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

মহা সমন্বয় বলেছেন: কিন্তু মৃত্যুকে জয় করা যায় না, অমর হয়ে থাকা যায় ! কোন একটি ভালো কাজের মধ্য দিয়ে !

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

নোমান প্রধান বলেছেন: অভাব মানেই কষ্ট, আর অভাব পকেটে না, থাকে আমাদের স্বভাব এ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.