নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে Z-বাংলা নয় !

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

জীবন মানে,
.
কেউ কেউ তোমাকে 'গুরু' বলবে আর কেউ কেউ 'গরু !'
.
কেউ ডাকবে 'গাধা' আর কেউ কেউ ডাকবে 'দাদা !'
.
ডাক দিয়ে কেউ শুধাবে 'নেতা' পিছন থেকে কে যেন বলছে 'খেতা !'
.
কারো চোখ তোমাকে খুঁজে বলবে 'সুন্দর' মুখ বাঁকিয়ে কেউবা বলবে 'বান্দর !'
.
মিষ্টি সুরে কেউবা ডাকবে 'আদর' উল্টো দিকে কেউবা বলবে 'খচ্চর !'
.
কারো কাছে হয়ে যাবে তুমি 'বদ' কেউবা তোমায় উপাধি দিবে 'সৎ !'
.
কারো চোখে হয়ে যাবে 'লুইচ্চা' কেউবা বলবে ছেলেটা বড় 'সাচ্চা !'
.
কারো চোখে রয়ে যাবে 'জিরো' সেই তুমি আবার কারো চোখে 'হিরো !'
.
কারো মনে তুমি রবে হয়ে 'বেক্কেল' কেউবা আবার তোমার ডাকবে 'মিঃ আক্কেল !'
.
যায় হোক, সবার জন্য আপনার জীবন নয় তবে কারো কারো জন্য আপনার জীবন ! পৃথিবীতে কত মানুষ মারা যায় কারো জন্য আপনি কাঁদেন না কিন্তু কারো কারো জন্য কাঁদেন ! কারো কারো জন্য হাসেন ! বেঁচে থাকতে ইচ্ছে হয় ! তাদের শূন্যতা উপলবদ্ধি করেন !
.
জীবন মানে,
তাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করা !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

মুফতি উবায়দুল্লাহ বলেছেন: হুম লেখক ভাই... সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.