নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এসব ছিঃছিঃছিঃছি (CCCC) কে পিছনে রেখে নিজের লক্ষে অটুট থাকা হলো সফলতা !

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

ক অথবা C দিয়ে শুরু চারটা শব্দ একজন মানুষকে বিফল করে দেওয়ার জন্য যথেষ্ট,
কিরিটিসাইজ (C-riticize)
কমেন্ট (C-omments)
কমফেয়ার (C-ompare)
কমপ্লেইন (C-omplain)
.
একজন সফল ব্যক্তিকে তার সফলতার গল্প বলার জন্য মঞ্চে ডাকা হলো, কয়েক কদম হেঁটে সে স্টেজে উঠলো ৷ কিন্তু আজকের এই কয়েক কদম হাঁটার জন্য তাকে কত সহস্র হাজার মাইল কন্টক বিপদ-সঙ্কুল পথ পাড়ি দিতে হয়েছে তা উপলব্দি করা গেলেও বুজা কষ্টসাধ্য !
.
আজকে তার মুখে যে হাসি তার আড়ালে কত অশ্রুবিন্দু সে খবর কি কেউ রাখে ?
.
অন্ধ কারাগারের প্রকোষ্ঠে কীট পতঙ্গের সাথে কাটানো একটি একটি করে হাজার রাত পেরুলে কেউ অবিসংবাদী নেতা হিসেবে স্বীকৃতি চিনিয়ে নেয় !
.
রাত বিরাতে চিৎকার করে উঠা পাগল উপাধিতে ভূষিত হওয়া ছেলেটি একদিন অডিটোরিয়াম কাঁপিয়ে দেয় !
.
প্রতিযোগিতায় কয়েক সেকেন্ডের দৌড় একজন বোল্ট বানিয়ে দিতে পারে না ! সফলতা বলতে ক্ষুদ্র মস্তিষ্কে যা বুজেছি তা হলো, মাইলের পর মাইল মাটি খুঁড়ে এক টুকরো সোনা খুঁজে নেওয়া !
.
সফলতা সোজা হিসেব অন্যকে অবাক করে দেওয়া ! ভাবিয়ে তোলা ! হতভম্ব করে দেওয়া ! মুগ্ধতার ভিতরে ডুবিয়ে রাখা ! তা যে কোন কাজের মাধ্যমেই হোক !
.
কে কি ধরণের ক্রিটিসাইজ করলো,
.
কে কি ধরণের নেগেটিভ কমেন্ট করলো,
.
কে কত ফালতু কিছুর সাথে কমফেয়ার করলো,
.
কে কত ভাবে আপনার নামে কমপ্লেইন করলো,
.
এসব ছিঃছিঃছিঃছি (CCCC) কে পিছনে রেখে নিজের লক্ষে অটুট থাকা হলো সফলতা !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.