নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবনের মূল পরীক্ষায় আপনি কতটুকু সিরিয়াস !

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

জীবনের প্রতিটি দিন একটি পরীক্ষা ৷ সকালে উঠে রুটি বানিয়ে সহজে স্বামীর কাছ থেকে তুমিও চিনিয়ে নিতে পারো পাঁচ মার্কস ! স্বামীও অফিসে গিয়ে বসের বকা খেয়ে তোমাদের মুখের দিকে তাকিয়ে নিশ্চুপ থেকে চিনিয়ে নিলো পাঁচ মার্কস !
.
দুষ্টু বাচ্চাকে গান গেয়ে ঘুমিয়ে দিতে পারলে তোমার আজকের পরীক্ষার খাতায় আরো যোগ হলো পাঁচ মার্কস ! তাহলে তোমার মার্কস হলো দশ ! অফিস থেকে আসার সময় পচা মাছ কিনে স্বামীর মার্কস মাইনাস পাঁচ ! ইয়ে মানে ডাবল জিরো ! মন খারাপ করার কিছু নেই বুজলে আগামীকাল ভালো করে পরীক্ষা দিবে ৷
.
উন্নয়নের রাস্তা কখনো বন্ধ হয় না ৷ প্রথম প্রথম মেয়েটি পোড়া রুটি বানাতো এখন আর বানায় না ! উন্নতি হয়েছে কিন্তু তরকারিতে পরিমিত লবনের আইডিয়া লব্ধ করতে তাকে আরো ভালো করে পরীক্ষা দিতে হবে ৷
.
সমাজ বিজ্ঞানে তিন ঘন্টার পরীক্ষায় একশতে নব্বই পাওয়া ছেলেটি যদি অসামাজিক হয় তাহলে এই পাসের মূল্য কোথায় ?
.
বাংলায় এ+ পাওয়া মেয়েটি যদি সারাদিন হিন্দী সিরিয়াল অনুকরণ অনুসরণ আচরণ অনুরণন করে বেড়ায় সে নম্বর তার জীবন কি পরিবর্তন আনলো ?
.
নীতি নৈতিকতার আলোকে দশ মিনিট মুগ্ধ ভাইভা দিয়ে যদি সারাদিন ঘুষ খেয়ে ভূত হয়ে থাকে তাহলে তার ই বা মূল্য কিসের ?
.
তিন ঘন্টার পরীক্ষা একজন মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না ! জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ই পরীক্ষা ! সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একশ মার্কসের পরীক্ষায় কত নম্বর পেলেন সেটাই আসল নম্বর !
.
নিজের বিবেক হলো সবচেয়ে বড় শিক্ষক ৷ বিবেক যদি আজকের পরীক্ষায় আপনাকে একশ তে আশি দেয় তাহলে আজকে তুমি এ+ পেয়েছো !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


বড় বড় ভাব, বুঝার অভাব।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩

আবদুর রব শরীফ বলেছেন: ছোট ছোট কমেন্ট, বুঝি না আপডেট !

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি একদিন ভালো ব্লগিং করবেন, মনে হচ্ছে

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ তাই যেন হয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.