নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন মানুষকে এক সাথে করে রাখে !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

তখন আমাদের কলোণীতে তেমন কারো ফ্রিজ ছিলো না ৷ সেই সময় আমরা একটা পুরনো ফ্রিজ কিনেছিলাম ৷ বছর দশেক আগের কথা,
.
ফ্রিজের ছোট্ট ডিপে আমরা কিছু মাছ গোস্ত রাখার পরও জায়গা খালি থাকতো, পাড়া শুদ্ধ লোক এসে জিঙ্গেস করতো, এই মাছ/গোস্ত পুটলিটা রাখা যাবে ?
.
তো আমরা মনে রাখতাম এভাবে,
-লাল সুতলি দিয়ে বাঁধা মাছ অমুকের
-মুরগীর ঠ্যাংয়ের বান্ডিলটা তমুকের
-বড় কল্লা দেখা যাওয়াটা পুটলি সমুকের
.
বিশ্বাস করুন আমাদের ফ্রিজটা তখন রমরমা থাকতো, এখনকার মতো এভাবে খালি পড়ে থাকতো না !
.
ছোট্ট ডিপ ফ্রিজে বরফ জমে একাকার হয়ে থাকতো ! আইসক্রিম থেকে মাছ-গোস্তের ফ্লেভার বের হতো ! কোনটা গরুর মাংস কোনটা খাসির মাংস চিনা দায় হয়ে যেতো !
.
দীর্ঘদিন ফ্রিজে পরে থাকার পর ভুলে যেতাম লাল রশি দিয়ে বাঁধাটা কার আর কালো রশি দিয়ে বাঁধাটা কার !
.
রহিমের ঘরে মেহমান আসছে ! মা খুব ব্যস্ত ৷ বাচ্ছা মেয়েকে পাঠালো ৷ এদিক ওদিক করে এক বান্ডিল বের করে দিয়ে বললাম তোমার মা কে জিঙ্গেস করো এটা তোমাদের কি না ? মা নিজেই ভুলে গেছে, ফ্রিজে গরু রাখছে না খাসি রাখছিলো ! যায় হোক লাল রশি নিয়ে খেয়ে ফেলেছে
.
ওদিকে দুদিন পর সলিমের মা এসে বলতেছে, লাল রশি পুটলিটা দিতে ! খাইছেরে !
.
কত মজার মজার ঘটনা ! এখন তো সবার ঘরে ঘরে ফ্রিজ ৷ ভুলেও কেউ ফ্রিজে গোস্ত রাখতে আসে না ৷ প্রয়োজন নেই ৷ কিন্তু দীর্ঘ দিনের মজার স্মৃতিগুলো রয়ে গেছে !
.
আজ এই গল্পটা বলার একটা উদ্দেশ্য আছে তা হলো প্রয়োজন মানুষকে এক সাথে করে রাখে ৷ নুন মরিচের প্রয়োজনে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে ৷ অভাব একটি নেয়ামত ৷ সত্যি নেয়ামত ৷ নগর সভ্যতার এই একাকী জীবনে তা আজ বেশী প্রয়োজন ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: ঠিক বলেছেন।

কিন্তু এই মানুষই আবার স্বার্থপর।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

আহা রুবন বলেছেন: প্রয়োজন বা অভাব এখনও আছে। বৈষয়িক প্রয়োজনের চাহিদা অবশ্যই অনেকখানি মিটেছে। কিন্তু আমাদের অভাববোধ করার ক্ষমতাটাই নষ্ট হতে চলেছে। এখন যেন আমরা সবাই মনে মনে বলি আমি কম কীসে? কাউকে ছাড়াই আমার চলবে। চলে তো ঠিকই কিন্তু আমরা ভবিষ্যৎ-প্রজন্মকে ব্রয়লার প্রজন্ম বানিয়ে ফেলছি। আপনার চিন্তা করাকে শ্রদ্ধা জানাই। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.