নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একটা প্রশ্ন ছিলো, কে কেন লিখেন ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

এমন অনেক কে জানি যারা লাইক/হিট কমে গেলে লেখাও কমিয়ে দেয় ! লাইকের জন্য লেখা নয়, লেখার জন্য লাইক ৷
.
লাইকের জন্য লেখার কি প্রয়োজন ? কাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চান ? ক) সাকিব আল হাসান খ) এরশাদ ৷ তারপর লাইক কমেন্টের বন্যা !
.
তবে লেখার একটা উদ্দেশ্যে থাকে, পাঠককে মুগ্ধ করা ! একজন মানুষও যদি আপনার লেখা পড়ে ভাবে তার মূল্যবান সময় নষ্ট করাটা স্বার্থক তাহলে লেখাটিও স্বার্থক ৷
.
আমার কাছে যতটুকু মনে হয় লেখা হলো বমি করার মতো, বমি বমি লাগছে ! উগলে দিলাম ! আহ ! কি শান্তি !
.
পৃথিবীর অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট কেন নিয়মিত লিখতেন এই প্রসঙ্গে তাকে জিঙ্গেস করা হলে তিনি বলেন, 'লেখালেখি হলো চিন্তাকে শোধন করার চাবিকাঠি ৷'
.
অর্থনৈতিকভাবে অন্যতমন সফল ব্যক্তি রিচার্ড ব্রানসন বলেছিলেন, তার কাছে সবচেয়ে অপরিহার্য বিষয় ছিলো নোট বুকে লেখা !
.
বিল গেটসকে নিয়ে আমরা অনেক কৌতুক করি ৷ তার খুব সময়ের অভাব ৷ যে আমার এক টাকা মাটিতে পড়ে ঘুরতে ঘুরতে চৌকির তলায় চলে গেলে আমি টর্চ লাইট নিয়ে নেমে যায় খুঁজতে সে আমি ও অবাক হয় বিল গেটস মাটিতে ডলার পড়ে থাকলেও তার নেওয়ার সময় নেই ৷ আপনাদের কে আরো অবাক করার জন্য বলছি সেই বিল গেটস নিয়মিত ব্লগিং করেন
.
পৃথিবীতে লেখা লেখি করেন না এমন বিখ্যাত মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে
.
আব্রাহাম লিংকন তো ট্রেনে বাসে প্লেনে ও লিখতেন ! “জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসনই গণতন্ত্র।” এই বিখ্যাত উক্তটি তিনি ট্রেনে বসে খামের মধ্যে লিখেছিলেন !
.
মোদ্দা কথা, লেখা পেশা নয় এক ধরণের নেশা ৷

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম !

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

একটি পেন্সিল বলেছেন: আপনার পোস্টের জন্য প্রমানিকের কথা আমার কথা একই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

আবদুর রব শরীফ বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাল পোস্ট।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

জনৈক অচম ভুত বলেছেন: লেখা হলো বমি করার মতো, বমি বমি লাগছে ! উগলে দিলাম ! আহ ! কি শান্তি !

অতি সত্য কথা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

নতুন বলেছেন: লেখার টাইম নাই... এখন শুধুই পড়ি... আর চামে চামে অফিসের কামলার ফাকে কিছু কমেন্ট করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: আমারো একই অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.