নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তের পিছুটানের গল্প !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

সাত মাস চাকরি করার পর আমার পকেটে পাঁচশ টাকা আছে
.
এই টাকা দিয়ে আমাকে যা করতে হবে
.
একটা বাড়ি বানাতে হবে কারণ আমার বাবা সরকারী চাকরিজীবী, থাকি সরকারি জায়গায় ! দুই বাজারে দুই চারটা ইলিশ খেয়ে বেঁচে থাকলে ও আমাদের তেমন কোন সঞ্চয় নেই !
.
একটা বিয়ে করতে হবে ৷ বিয়ের টাকা আমাকেই জোগাড় করতে হবে ৷ ক্লাশ ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত বাবা এতো দায়িত্ব নেওয়ার পরও বিয়ের দায়িত্বও নিবে তা বিবেক মেনে নিতে পারে না
.
আশে পাশে গরীব আত্মীয় স্বজনদের দায়িত্ব নিতে হবে কারণ তারা জানে ছেলেটি বিশ্ববিদ্যালয় ডিগ্রী নিয়ে এসেছে !
.
মধ্যবিত্ত ফ্যামেলি থেকে উঠে আসা ছেলে/মেয়েদের গল্পগুলো এমনি ঠিক আমার মতো !
.
আমরা মুগ্ধ হয়ে শুনি কেউ কোটি টাকার বাংলো কিনে নিয়েছে ৷ ঐ পার্টিতে আমিও আমন্ত্রিত ৷ পকেট থেকে পাঁচশ টাকার একটি নোট বের করে ভাবি কত টাকা বাঁচিয়ে আনতে পারবো !
.
রাস্তা থেকে কেউ না কেউ তার সদ্য ক্রয় করা এলিয়েন গাড়িতে আমাদের পিক করে, উঠে কাঁচ বরাবর মুখ রাখি ৷ পরিচিত কেউ দেখুক আমিও চড়তে পরি
.
সদ্য অনার্স করা ছেলেটির বিয়েতে পর পর চারটি পোগ্রামে ও আমাকে যেতে হয় আমি মুগ্ধ হয়ে তার বাবার আভিজাত্যের গল্প শুনি
.
আমি আমার দিকে তাকালে কেবল শূন্যতা দেখি ৷ আমাদের সবকিছু তৈরী করে নিতে হয় ওদের সবকিছু তৈরী করা থাকে
.
ওদের পাঁচতলা বাড়ি আমাদের মুগ্ধ করে, আমিও স্বপ্ন দিয়ে একদিন আমারও একটি বাড়ি হবে ! আমারও একটি গাড়ি হবে !
.
পকেটে পাঁচশ টাকা নিয়ে সেই স্বপ্নের পিছনে ছুটে চলি ৷ পাঁচশ পাঁচশ টাকা করে জমালেই পাঁচ লক্ষ টাকা হয় ! এই ভাবনা ঠিক আরো দশ বছর আগে থেকে করে আসছি ৷ সন্ধ্যায় বন্ধুর বিয়ে ওখানে গিফট কিনতে এই টাকাটা লাগবে ৷
.
আমাদের গল্প ! কঠিন গল্প ! গল্পের চরিত্র পাল্টে কিন্তু গল্প পাল্টে না ৷ পিছুটানের গল্প ৷

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.