নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুই আস্তো একটা গাধা/বলদ/ছাগল !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

গল্পটা একটা গরুর ! গল্পটা একটা গাধার ! গল্পটা একটি ছাগলের !
.
তুই তো আস্তো একটা গাধা তোকে দিয়ে কিচ্ছু হবে না
.
তুই তো একটা বলদ দিন দিন শুধু বেড়েই চলছিস কোন কাজের না
.
তুই তো একটা ছাগল ! ছাগলকে দিয়ে কি হাল চাষ হয় ?
.
বলদ উপাধি পাওয়া ছেলেটি যুক্তি দেখিয়ে বলতেই পারে, আমাকে দিয়ে হালচাষ হওয়া সত্ত্বেও কেন বলদ বলে অপমান করা হয় ?
.
গাধা উপাধি পাওয়া ছেলেটি যুক্তি দেখিয়ে বলতেই পারে জীবনে বড় হতে হলে রাত দিন গাধার মতো খাটতে হবে !
.
কিন্তু না এই ছেলেগুলো কিচ্ছু বলে না শুধু শুনে যায়
.
একদিন তারা অনেক বড় হয় !
.
সেই গাধা ছেলেটি এভারেস্ট জয় করেছে ! বিশ্বাস করা যায় ! আমাগো গাধা ছেলেটি
.
সেই ছাগলটা আজ ক্রিকেট ম্যাচ জিতিয়েছে ও তো আমাদের পাড়ার গর্ব
.
আমাগো বলদ ছেলেটা না ? বলদ ছেলেটাই তো.... হ্যা সেই বলদটাই তো..... আমাগো বলদ ! কইছিলাম না একদিন অনেক বড় হবে !
.
এভাবে পাল্টে যায় জীবনের গল্প ! একদিন উপাধিগুলোকে মানুষটা ছাড়িয়ে যায় ৷ দূর বহুদূরে যেখানে কোন সমালোচনা আর তার গা'য়ে লাগে না !
.
আরেকটু গাধামি করে দেখি না শেষটা কেমন ৷ আরো একটু ৷ লোকে হাসুক ! আমি আরেকবার গাধামি করে দেখি আলো জ্বলে নাকি ! দূর জ্বলছে না ! ৯৯৯ বার ! এতোবার গাধামি করলাম আরেকবার করলে দোষ কি ? এই আরেকবার গাধামি একজন নিউটনের জন্ম দেয় !
.
জগতের আবিষ্কারগুলো এমনি.......... সেই গাধাটি পৃথিবী আলোকিত করে দিয়েছে ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.