নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মহাশয় ভাব একটু কমান, কে এমন আপনি ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

সামান্য একটা ভালো চাকরামি পেলে কিছু মানুষের ভাব এতো বেড়ে যায় তারা দেশের প্রধানমন্ত্রী হলে কি করতো কে জানে !
.
সামান্য একটা এলিয়েন গাড়িতে চড়ে যে ভাব লয় তারা যদি বিল গেটসের মতো ধনী হতো কি করতো কে জানে !
.
সামান্য একটা বাড়ি নিয়ে যে ভাব নেয় তাতে একটি রাজ্যের জমিদার হলে সে কি করতো কে জানে !
.
সামান্য একটা রূপ নিয়ে যে অহংকার করে তাতে কিউপেট্রা অথবা মিস ইউনিভার্স হলে কি করতো কে জানে ?
.
একটা আইফোন হাতে পেলেও যে ভাব নেয় আইফোন কোম্পানির মালিক হলে কি করতো কে জানে !
.
একটু থেকে একটু হলে যে ভাব নেয় তাদের কি করা যায় ! কি বলা যায় !
.
ভাব একটু কমান ভাই ! যে বনে বাঘ নেই সেই বনে বিড়াল ই বাঘ ৷ পৃথিবীর বুকে এমন হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা আপনাকে দশবার কিনে দশবার বিক্রী করতে পারবে !
.
ভাব তো শুধু তার সামনে ই দেখাইতে পারবেন যে আপনার পরিচিত এবং আপনার থেকে একটু ছোট অবস্থানে আছে
.
শেয়ানে শেয়ানে লড়াইকে লড়াই বলে ! হেডাম থাকলে যে Bugatti Veyron Super Sports গাড়িতে যে চড়ে তার সাথে ভাব নিন !
.
মুকেশ আম্বানির 'আন্তিলা' বাড়ি সামনে গিয়ে ভাব লইয়েন !
.
'কোপার্ড ২০১' হীরের আংটি যার আঙ্গুলে শোভা পাবে পারলে তার সাথে গিয়ে ভাব লইয়েন !
.
দুই একটা অসহায় মানুষের সাথে ভাব লইয়া আর কতকাল নিজেকে একটা কিছু মনে করবেন ? ইউ আর নাথিং ! জাস্ট নাথিং ! কত রাজা বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই মাটিতে মিশে রয়েছে ! জাস্ট সময়ের অপেক্ষা মাত্র !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: চিন্তার কারণ নাই এধরনের ভাবনাধারী মানুষেরা তাদের থেকে এক ডিগ্রী উপরের কাছে গড়াগড়ি খায় , তাদের সামনে সবসময় কড়যোরে দাড়ায় ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

রবাহূত বলেছেন: ভাব তো ভাই আপনিও নিলেন! সমাজে "নো হ্যাভ" হওয়া ভালো কিছু নয়, যেমন ভালো নয়, সামান্য অর্জনেই ভাব নেয়া! নেগেটিভ চিন্তা থেকে আমরা বের হয়ে আসলে সব ঠিক হয়ে যাবে। "সফলতা" নয় "সার্থকতাই" জীবনের আসল উদ্দেশ্য। ভুল বুজবেন না, যে ভাব নিয়েছে তার চেয়েও বড় হন, সার্থক হন!

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

কাব্যিক আনোয়ার বলেছেন: Thanks,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.