নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

টং মামার ঢং মার্কা নাড়ানির রং যা যাদের প্রিয় তাদের গপ্প !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৮

বায়জিদ টংয়ের দোকানে চলছে পাকিস্তান ভারতের তুমুল যুদ্ধ ৷ স্বাক্ষী বেচারা আমি
.
প্রথম বক্তাঃ পাকিস্তান একটা রাজ্যে একটা করে পারমাণবিক বোমা মারলে ভারত উড়ে যাবে ৷ আচ্ছা ভাই পাকিস্তানে কি পারমাণবিক বোমা আছে ?
.
দ্বিতীয় বক্তাঃ পাকিস্তানে যা আছে ভারতের অর্ধেক
.
তৃতীয় বক্তাঃ যুদ্ধ লাগলে পারমাণবিক বোমা ভারতে না পড়ে যদি বাংলাদেশে পড়ে যায় তাহলে কি হবে !
.
দ্বিতীয় বক্তাঃ বাংলাদেশে পারমাণবিক বোমা আছে ?
.
প্রথম বক্তাঃ হুনছিলাম আছিলো তবে ডেম হয়ে গেছে !
.
তৃতীয় বক্তাঃ ডেম কেমনে হয়ছে ?
.
দ্বিতীয় বক্তাঃ আরে বোকা ছোট বেলায় সাইকেলের সিকের মধ্যে ম্যাচের বারুদ ডুকিয়ে বোমা ফুটাস নাই কখনো ? রিক্সা চালানোর সময় তোর কোমরের প্যাচে ম্যাচ থাকলে কি হয় ? বৃষ্টিতে ভিজলে ডেম হয়ে যায় না ?
.
চতুর্থ বক্তাঃ আমাকে যদি দুই তিন কোটি টাকা দেয় তাহলে যুদ্ধ লাগলে এবার যুদ্ধ করুম
.
প্রথম বক্তাঃ যুদ্ধ করলে তো মইরা যাবি
.
চতুর্থ বক্তাঃ মইরা গেলে মইরা যামু আরকি দুই তিন কোটি টাকা তো পামু
.
দ্বিতীয় বক্তাঃ কোন দেশের হয়ে যুদ্ধ করবি ?
.
চতুর্থ বক্তাঃ যে দেশ টাকা দিবো হেই দেশের হয়ে যুদ্ধ করুম
.
তৃতীয় বক্তাঃ মাইরা গেলে যে দুই কোটি টাকা পাবি তা দিয়ে আর কি হবে !
.
চতুর্থ বক্তাঃ আমি মরে গেলে সমস্যা নাই ঐ টাকা দিয়ে আমার সন্তান পরিবার তো সুখে থাকবো ওটাই আমার আনন্দ !
.
ইউ হেভ টু বুজতে হবে গরীবের ভালবাসা কত গভীর ! সন্তানের জন্য কত ভালবাসা তাদের হৃদয়ে ! এই যেন স্বাদ আছে সাধ্য নেই ! আজকের তারিখটা ডায়েরীর পাতায় লিখে রাখা দরকার ! জীবনের প্রতিটা দিন এক একটি শিক্ষা !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

বোরহাান বলেছেন: সত্যিই মধ্যবিত্তের সাধ আছে সাধ্য নেই! সেই উপস্থাপনা! ভালো লাগলো ♥

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

আবদুর রব শরীফ বলেছেন: সব কথার শেষ কথা

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৫

রক্তিম দিগন্ত বলেছেন:
দ্বিতীয় বক্তাঃ বাংলাদেশে পারমাণবিক বোমা আছে ?

প্রথম বক্তাঃ হুনছিলাম আছিলো তবে ডেম হয়ে গেছে !


হাহাহা! মজা পেলাম পড়ে।

আমাদের দেশে সব ধরণের মানুষই আছে। কেউ সন্তান মেরে ভোগ বিলাস করে আবার কেউ নিজে মরে গিয়ে হলেও সন্তানকে আনন্দে রাখতে চেষ্টা করে।
আমাদের দেশের মানুষের ভালবাসার ধরণটা খুবই অদ্ভুত। কতিপয় কিছু মানুষের ছাড়া সবার মনেই সরল ভালবাসা বিদ্যমান।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক বলেছেন ! কিউট টিউট জাতি আমরা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.