নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে কি ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

ভোরে ঘুম থেকে উঠে চাকরির প্রস্তুতি তারপর হাজারো পবলেম আর সারাদিনের ক্লান্তি ঠেলে তোমাকে ফোন করে একটু হাসি তামাশার নাম জীবন !
.
শুক্রবার বন্ধুদের রুমে গিয়ে উফুত হয়ে পড়ে একটু আড্ডা দেওয়ার নাম ই তো জীবন !
.
জীবন মানে বহুত কষ্টে ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলে একদিন ছুটি নিয়ে কোন এক সমুদ্রের বীচে হারিযে যাওয়া !
.
জীবন মানে জ্যামে ভূত হয়ে বসে থেকে ব্যস্ত জীবন দেখে সময় কাটানো
.
জীবন মানে দীর্ঘদিন পর দেশে ছুটে গিয়ে চুঁটিয়ে পাগলামি
.
জীবন মানে কি ? কেনো তুমি জীবন জীবন বলে মন খারাপ করে বসে থাকো ভাই ? জীবন মানে আজকের দিনে তোমার বেঁচে থাকা
.
জীবন মানে আরো একদিন বাঁচবো এই স্বপ্ন বুকে ধারণ করে হাসপাতালের আইসিওতে শুয়ে থেকে সকালের সূর্য দেখার প্রতীক্ষায় থাকা
.
জীবন মানে বিন্দু বিন্দু করে কেটে যাওয়া সময় ! মানুষের একটুখানি ভালবাসা অথবা টংয়ের দোকানো ধোঁয়া উঠা এক কাপ লাল চা
.
জীবন মানে আরেকটু ভালো থাকবো বলে চেষ্টা করে যাওয়া, ব্যর্থতাকে উড়িয়ে দিয়ে সুখে থাকতে শিখা
.
জীবন মানে জীবন বুজতে চেষ্টা করা !
.
জীবন মানে বাংলাদেশ ক্রিকেট জয়ের পর পাগলামি
.
জীবন মানে এই মুহূর্তটি.....
.
তোমার কাছে জীবন মানে কি ? কেনো বন্ধু এতো টেনশন নিয়ে জীবন নষ্ট করো ?
.
একটি মুহূর্ত করে করে তো জীবন নষ্ট হয়ে যাচ্ছে !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



পড়ে সময় নস্ট হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.