নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এ কি কান্ড !!

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

মিরাজ, মোস্তাফিজের মতো আনসাং স্টার'রা এসে বিশ্ব কাঁপিয়ে দেয় !
.
যদিও আমাদের খাট কাপানোর ইতিহাস অনেকে জানে না তেমনি জানে না মাঠ কাঁপানো কোন প্লেয়ারটা কোন গলিতে বোলিং করছে ! খেলার ছলে ফুটবলে কিক করে জানালার কাঁচ ভেঙ্গে সদ্য বিবাহিত প্রেমিকার মা'কে ধরাশায়ী করে প্রতিশোধ নিচ্ছে !
.
অফিসের কাজের উত্তেজনায় টেস্ট খেলার উত্তেজনা দেখার সুযোগ হয়নি ! আসার সময় বন্ধুপ্রতীম সৌরভ দা'র একটি প্রশ্ন ছিলো, আজকের খেলা নিয়ে কিছু লিখবেন না ?
.
খেলা নিয়ে লিখে সবচেয়ে বেশী লাইক কেউ পেলে সেটা আমাদের দুষ্ট লায়ন আপু পাবে
.
মাইন্ড করিয়েন না ভাই বোনেরা ! মাথা পুরাই ক্রাশ !
.
যে ছেলেগুলো আজ দুনিয়া কাঁপাচ্ছে তারা ম্যাক্সিমাম সেই ছেলেগুলো যারা পড়াশুনা বাদ দিয়ে খেলায় বেশী মনোযোগ ছিলো বলে সকাল বিকাল কান ধরে উঠবস করতো !
.
বিশ্বাস করো এগুলো সে ছেলেগুলো যাদের বাবা মা সকাল বিকাল তোর দ্বারা কিছু হবে না বলে ডিমটা পডুয়া ছেলের পাতে তুলে দিতো
.
ছেলেগুলো সারা জীবন ঘাম ঝরিয়েছে তা পূরণ করার সামর্থ্য ছিলো সাদা পানি আর লবন
.
এখানে অংক করতে গেলে টেবিলে এক গ্লাস দুধ আসে খেলতে গেলে সুদে আসলে মাইর আসে
.
একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে একদিন তার এক সেট ভালো ব্যাট আর প্যাড হবে ! প্লিজ বিলিভ ইট !
.
এরা তো সেই ছেলেগুলো এতোকিছুর পরও যারা খেলা ছাড়েনি ! ওদের দ্বারা সবি সম্ভব !
.
সেদিন যদি কুমড়া চেঙ্গির ভয় উপেক্ষা করে ক্রিকেট খেলতাম তবে আজ হয়তো আমি আপনি ও বিশ্ব মাতাতাম !
.
শুধু খেলা না নিজের পছন্দ মতো আমরা কি করতে পেরেছি ! কতটুকু সাপোর্ট পেয়েছি ! হওয়া বলতে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার ক্যাডার কর্পোরেটর ইত্যাদি বুজায় !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুধু খেলা না নিজের পছন্দ মতো আমরা কি করতে পেরেছি ! কতটুকু সাপোর্ট পেয়েছি ! হওয়া বলতে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার ক্যাডার কর্পোরেটর ইত্যাদি বুজায় ! .......এক্ষেত্রে খেলায় যে ভালো করবো তার গ্যারান্টি থাকেনা, কিন্তু লেখাপড়া করলে ৫ পাওয়ার গ্যারান্টি মোটামুটি থাকে :D

৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


এখনো সেই মুক্তি বহুদূর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.