নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সবিনয় নিবেদন এই যে

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

একজন ফকিরকে আপনি যদি বলেন, ভাই আমাকে দুই টাকা ভিক্ষা দেন ! সে হয়তো আপনাকে বলবে, 'আমি নিজেই তো ফকির ! কোন আক্কেলে আমার কাছে ভিক্ষা খুঁজেন ?'
.
কিন্তু তাকে যদি বলেন...
.
ভাই আপনি তো অন্তত ভিক্ষা করে খাচ্ছেন ! কিছু না কিছু করে খেয়ে বেঁচে আছেন ! আমি কিছু করছি না ! ভিক্ষা করারও সামর্থ্য নেই যদি একটা টাকা দেন তাহলে অন্তত জীবন বাঁচাতাম !
.
দেখবেন সে হয়তো দুই টাকা থেকে এক টাকা আপনাকে দিয়ে দিয়েছে
.
সাজিয়ে আবেদন করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ! কঠিন বললে ভুল হবে ! কঠিনতর কাজ ! না আবারো ভুল বললাম ! কঠিনতম কাজ
.
মেয়েরা এই কাজটি ভালো পারে ৷ বাবার কাছে টাকা চাওয়ার আগে তারা ঘন লিকার সাথে দুই চামচ দুধ তার সাথে মিষ্টি করে গুছিয়ে বলে, 'বাবা তোমার চোখের চশমার পাওয়ার মনে হয় কমে গিয়েছে ! চেঞ্জ করে নাও !' বাবা বলে, 'কই ! না তো !' মেয়ে বলে, ' এই যে দেখো আমি আজ নীল টিপ পড়েছি তুমি চোখেও দেখলে না !' তারপর একটু মন খারাপ..... 'মামনি আমি ব্যস্ত ছিলাম !' এবার গোমড়ামুখো মন খারাপ ! তারপর.. 'বাবা এই নীল টিপের সাথে মিল রেখে একটা নীল ড্রেস চয়েস করে এসেছি, পাঁচ হাজার টাকা দিও কিন্তু ৷'
.
আর একটা ছেলে এই কাজ এভাবে করতো !
-হাফ প্যান্ট পরিধান করা (যা বাবার চোখের বিষ)
-লম্বা চুল তা ও উষ্কুখুষ্কু
-হাতে চরকি ঘুরাচ্ছে
-বালিশকে দুই পায়ের চিপায় পিষ্ট করে রিমোট দিয়ে চ্যানেল চালাচ্ছে
.
তারপর দেয়ালের দিকে তাকিয়ে, 'বাবা পাঁচ হাজার টাকা দাও !' কেনো ? 'দিতে বলছি দাও ' এতো টাকা দিয়ে কি করিস ? 'এতো কিছু তোমাকে বলতে হবে !' 'নিজে ইনকাম করলে টাকা কি জিনিস বুজবি ! এখন নাই ! তোর মা থেকে একশ টাকা নিয়ে যাইস !
.
ইয়ু হেভ টু বুজতে হবে..... সবিনয় নিবেদন এই যে....!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার পোষ্ট।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২

আবদুর রব শরীফ বলেছেন: অনুপ্রাাণিত করার জন্য ধন্যবাদ

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

আহা রুবন বলেছেন: হা হা হা... হাটে হাঁড়ি ভেঙ্গে দিলেন?

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: হেহে মুগ্ধ হলুম

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:১১

মার্কো পোলো বলেছেন:
ভাল বলেছেন। :)

০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬

মেহেদী রবিন বলেছেন: কথা সত্য

০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

আবদুর রব শরীফ বলেছেন: স্বাক্ষী দুর্বল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.