নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পরগাছা

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

কিছু বন্ধুদের মধ্যে একটা স্বভাব দেখি খুঁজে খুঁজে বড়লোকের ছেলেদের সাথে বন্ধুত্ব করে ! নিজেরা কিন্তু নিম্নমধ্যবিত্ত ! খাওয়ার পর সবাই শেয়ার করে বিল দিলো কিন্তু তার কাছে কেউ শেয়ার চাইলো না ! নিজেকে সে ছোট করে তার ক্লাশের অন্য নিম্নবন্ধুদের কাছে গিয়ে চাপা মারে ! আজ রেডিসনে ডিনার করলাম !
.
আবার কিছু মানুষদের দেখি বড় বড় আত্মীয় স্বজনদের গল্প বলে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে ! অমুক সাহেব আমার কাছের মানুষ ! অথচ তারা যখন চাইনিজ রেস্টুরেন্টে যায় তখন তার হাতে দুইশ টাকা দিয়ে বলে জামানে গিয়ে বিরানী খেয়ে নিস ! কারণ ওখানে তাকে কাছের মানুষ পরিচয় দিতে তাদের লজ্জাবোধ হয় !
.
অভাবের দোষে যাদের এমন করতে হয় তাদের আমি দোষ দিচ্ছি না কিন্তু স্বভাবের দোষে যারা এমন টাইপের লোক তারা ব্যক্তিত্বহীন টাইপের মানুষ
.
অমুক লোকের গল্প বলা তমুক লোকের কথা অমুক লোককে একবার জিজ্ঞেস করছিলাম, তাকে চিনেন নাকি ? বেচারা এমন প্রশ্নে খুব বিরক্ত !
.
আপনার নাম শুনলে ভদ্রমহলে যে মানুষের বিরক্তির উদ্রেক হয় ! রাস্তার কুকুরের মতো মনে করে আপনাকে তাকে নিয়ে গাল গল্প বলে আপনি নিজেকে কি ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ?
.
মানুষকে অবশ্যই মূল্যায়ন, সম্মান, শ্রদ্ধা করতে হবে কিন্তু আপনার উপকার করে যে চাই আপনি তার কাছে গোলাম হয়ে থাকুন সারা জীবন সে একটা আসলে ফালতু মানুষ !
.
উপকার যে স্বীকার করে যদি কৃতজ্ঞ হয় এবং যে উপকার স্বীকার করে না সে যদি কৃতঘ্ন হয় তাহলে যে উপকার করে প্রতিদান আশা করে সে হলো চরম অকৃতজ্ঞ
.
পূণ্য করে গর্ব করলে পূণ্য নষ্ট হয়ে যায়
.
কারো উপকার করে যে ভুলে যায় যে একটি মানুষের উপকার করেছে কিন্তু অপকার করে মনে রাখে যে সে একটি খারাপ কাজ করেছে সে ই প্রকৃত খাঁটি মানুষ
.
দোষে গুণে মানুষ ! খারাপ কাজ করে যে আপসোস করে না সে হলো অমানুষ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.