নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লাল গোলাপ

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই মেয়ের বাবা জীবনে প্রথম ভিক্ষা করতে নেমেছে ! সংস্কৃতি রক্ষা করতেই হবে ! এক বেলা মুরগী গরু মাছ না খেতে পারলে সমাজ ছিঃ ছিঃ করবে ! এটা ওটা সেটা দিতে না পারলে মেয়ে সুখ পাবেনা !
.
ইপিজেডে চা'য়ের দোকান করে, তিন মেয়ের এক বাবাকে বললাম, 'আপনি তো জান্নাতে যাওয়ার পথ তৈরী করেছেন ! মাশাল্লাহ !' তিনি হেসে বললেন, 'খোদা ছেলে না দিলে কি তার সাথে যুদ্ধ করতে পারমু !' বুজলাম উনি একটি ছেলের আশায় তিনটি মেয়ে জন্ম দিয়েছেন !
.
'আমার মেয়ের বিয়ে শুক্রবারে ! বাবা কিছু সাহায্য করো !' বলে কেঁদে উঠা লোকটির ছবি এখনো আমি ভুলতে পারিনা ! ছেলে নাকি ভালো চাকরি করে !
.
এমন সংস্কৃতির মা'রে চুদি বললে আপনারা বলবেন ছিঃ ছিঃ ছেলেটা কত খারাপ ! আগে তো ভালো জানতাম !
.
আমরা তো সেই জাতি যারা এক টাকার জন্য বাস আর রিক্সার কন্টাকদার ** আমাদের হেডাম অতোটুকুই !
.
আমরা তো সেই জাতি যারা খুনি, দূর্নীতিবাজ থেকে শুরু করে বড় বড় রাঘব বোয়ালদের স্যার স্যার বলে মুখের থুথু শুকিয়ে ফেলি !
.
আমরা সেই জাতি যারা বড়লোক ছাড়া ছোট লোকদের মানুষ মনে করিনা !
.
আমরা সেই জাতি যারা ছোট লোকদের জাত যাবে বলে সালাম পর্যন্ত দিই না ! এটা নাকি পার্সোনালিটি !
.
কাউকে গালি দেওয়ার সময় 'ছোট লোক' বলে গালি দিই ! অথচ 'বড় লোক' বলে গালি প্রশ্নই উঠে না ! পকেটে টাকা থাকলে সে মানুষ না দেবতা হয়ে যায় !
.
সদা সত্য কথা বলিবে ! লোভে পাপ ! সততায় সর্বোউৎকৃষ্ট পন্থা ! এমন বাক্যগুলো যেখানে কেবলি প্রহসন !
.
খুন করে হাত লাল গোলাপ হলে আমরা স্লোগান দিই, 'অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র !'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

আখেনাটেন বলেছেন: অর্থের লোভ আমাদের মানবিক গুণগুলোকে পঙ্গু করেছে। যার ফলে সমাজে যত নষ্টের হোলিখেলা। ভালো লেগেছে পোষ্ট।

তবে ভাষার ব্যবহারে অারো সচেতন হওয়া দরকার। এতে আপনার পোষ্টের বিষয়বস্তুকে হালকা ভাবার অবকাশ থাকে।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: আমাদের হেডাম

=p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.