নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নেশা

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২১

অক্সিজেনের মোড় থেকে সিএনজি চালকদের যাত্রী নেওয়া নিষেধ কিন্তু সেখানে সবচেয়ে বেশী যাত্রী দাঁড়িয়ে থাকে
.
সাধারণত সিএনজি চালক ব্যস্ত পয়েন্টটি থেকে যাত্রী তুললে জ্যাম বেড়ে যায় তাই একটু দূরে সিএনজি পার্কিং করে যাত্রী নিলে কোন সমস্যা নেই
.
সিএনজি চালকরা সাধারণত মোড় থেকে যাত্রী নেয় তবে ট্রাফিক পুলিশও ঘাপটি মেরে থাকে কখন তারা যাত্রী নিবে আর ধরে কিছু পকেট থেকে বাহির করবে
.
কিছুদিন আগে দেখলাম এই অপরাধে সিএনজি চালকের চাবি নিয়ে গেছে ! কিছুক্ষণ পর বিশ টাকা দিয়ে চাবি উদ্ধার করেছে
.
সেদিন দেখলাম সিএনজি চালকের পকেট থেকে যা পেয়েছে নিয়ে গেছে তারপর ত্রিশ টাকা রেখে বাকীটা ফেরত দিয়েছে
.
মজার ঘটনা ঘটলো ঐ দিন ! সিএনজি চালককে বলতেছে বিশ টাকা দিতে ! সে বললো ওটা অমুক টিভি সাংবাদিকের গাড়ি ! সারাদিন ওমুক টিভির সাংবাদিককে নিয়ে ঘুরে এখন ভাড়া মারতে আসছি
.
পুলিশ বেচারা নারাজ ! তবুও বলছে বিশ টাকা দিতে ! তারপর সিএনজি চালক বললো গাড়ির পিছনে লেখা মালিকের নাম্বারে ফোন দিতে ! মালিক সাংবাদিক
.
পুলিশ বেচারা মুখ কালো করে চলে গেলো ! তারপর আমি জিঙ্গেস করলাম, ও ভাই আসলে কি অমুক সাংবাদিকের গাড়ি ? বললো না ! তবে সাংবাদিকটা পরিচিত তাই নাম্বার নিয়ে বডিতে লিখে রেখেছি ! এরপর থেকে কেউ আর চোখও দেয়না !
.
বেচারা চট্টমেট্রো সব জায়গায় দেদারচ্ছে ঘুরছে ছোট্ট টিপসটি এপ্লাই করে !
.
আসলে একটু বুদ্ধি খাটালেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়
.
যাই হোক সেই ট্রাফিক পুলিশ আবার আসলো ! এবার মন খারাপের সাথে কান্না কান্না স্বরে বললো, 'আমার মা খুব অসুস্থা বিশটা টাকা দে...!'
.
সিএনজি চালকৱ এবার বিশ টাকা বের করে দিলো আর বললো, 'ভাই যে কারণ দেখিয়েছে না দিয়ে পারলাম না !' তবুও বিশ টাকা তার চাই ই চাই !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: বিচিত্র এদেশ...........

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪১

কানিজ রিনা বলেছেন: একটা ফকির খুব খিদায় হোটেলে খেতে বসল
সে মাছ মাংশ যা পেল খেয়ে নিল,হোটেলের
বিল আসল তিনশ টাকা ফকির পকেটে হাত
দিয়ে দেখল একশ টাকা, হোটেল মালিক
ফকিরকে কিছুক্ষন বেধে রেখে পুলিশে ধরিয়ে
দিল পুলিশ গাড়িতে উঠিয়ে কিছুদুর গিয়ে
একশ টাকা নিয়ে ফকিরকে ছেরে দিল। যোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.