নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ নির্বাচন

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

একবার এক বিদেশী শীত কালে বাংলাদেশে আসলো ! দেশের অলি গলি ঘুরেও কোথাও কোন বেপর্দা নারী দেখলো না ! বিয়ে করার জন্য সবাই সাধারণত পর্দানশীল মেয়ে খুঁজে সুতরাং সে ঠিক করলো বিয়ে করলে বাংলাদেশ থেকে করবে !
.
সেই বার খুব শীত পড়ছিলো ! বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ! সুতরাং তাকে বললাম ভাইজান যে শীত ! আপনি বিয়ে করে সুবিধা করতে পারবেন না ! বিশেষ করে সকালের গোসল ! আপনি গরম কালে আবার আসিয়েন সুন্দরী একটা দেখে বিয়ে করিয়ে আমাগো জামাই বানামু নে
.
ভদ্রলোক আবার গরমে বেড়াতে অসলো ! পুরো চিত্র পাল্টে গেলো ! পর্দানশীলরা সব গেলো কই ! দুই তিন মাসে একটা দেশ এতো পাল্টাতে পারে ! ভাবা যায় না
.
বিয়ে না করে সে বিদেশ চলে গেলো !
.
একদিন বাংলা চ্যানেল দেখতে বসে সে দেখলো সংবাদ পাঠিকার মাথায় ঘোমটা ! একি কান্ড ! পর্দানশীলরা সব ফিরে এসেছে ভেবে সে আবার বেড়াতে আসলো !
.
সেই বার রোজার সময় ছিলো !
.
পথে ঘাটে তেমন ললনাদের উপস্থিতি নেই ! আবারো হতাশ হয়ে সে তার দেশে ফিরে গেলো !
.
তার বাঙ্গালী ললনা বিয়ে করার স্বপ্ন ফিকে হতে বসেছে ! একটা দেশ ক্ষণে ক্ষণে এতো রূপ পাল্টাতে পারে ভেবে ভেবে সে দিশেহারা !
.
এমন দেশ কি ভুলা যায় ! সে আবারো ফিরে আসলো কোন এক অবেলায় ! সেবার ছিলো নির্বাচন কিন্তু শীত কাল না ! বিয়েটা সেইবার করেই ফেললো !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: হাহাহাহা........ ;)

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

ঢাকাবাসী বলেছেন: ভালই!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: নির্বাচনের সময় পাত্রীর রহস্য কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.