নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪

ষোল শহর দুই নম্বর মোড়ে ফুটপাত এবং পিচ রাস্তার মাঝখানে কাজ চলছে ৷ ফুটপাত দিয়ে হেঁটে এসে রাস্তায় উঠতে হলে লাফ ধাপ ঝাঁপ দিতে হয়
.
আমি আর এক সুন্দরী যথারীতি ফুটপাত দিয়ে হাঁটছি ৷ ফুটপাত শেষ হলে এক লাফ দিয়ে রাস্তায় উঠে গেলাম ৷ মাঝখানে দুই তিন ফুটের গর্ত ! পিছনে তাকিয়ে দেখলাম সুন্দরী লাফ দিবে এমন ভাব করেও দিতে পারছে না !
.
একবার চিন্তা করছে ফিরে যাবে আবার বাম দিকে তাকিয়ে চিন্তা করছে পথ বহুদূর !
.
বাংলা সাহিত্যের বিখ্যাত একটি উক্তি আছে, পথিক তুমি কি পথ হারিয়েছো ?
.
যাই হোক, অফার একটি দিয়ে বসলাম ললনাকে !
.
দূর ভাই প্রেমের অফার না ৷ রাস্তা পার করার অফার ৷ আমি হাত বাড়িয়ে দিবো সে তাতে ভর দিয়ে হালকা লাফ দিবে !
.
তার আগে আমাকে একটি শর্ত দিলো, হাত ধরবেন কিন্তু টাচ করবেন না !
.
ধরি মাছ না ছুঁই পানি প্রবাদটি মাথায় খেলে গেলো ! আগে যদি জানতাম কিভাবে এই পক্রিয়ায় মাছ ধরতে হয় তা ব্যাকরণ স্যার থেকে শিখে নিতাম
.
যথারীতি সে আমার হাত ধরলো ! আমিও ব্যালেন্স রক্ষা করার জন্য তার হাত ধরতে যাবো সে আবারো বলে উঠলো, হাত ধরবেন কিন্তু টাচ করবেন না !
.
এবার সে বললো আপনি হাত ধরবেন না ! আমি আপনার হাত ধরে ভর দিয়ে পার হবো ! হাত ধরবো কিন্তু টাচ করবেন না !
.
অতপর সে একটু করে হাত ধরলো আরেকটু ভয় পেয়ে দূরে সরে গেলো !
.
তারপর আবারো হাত ধরলো কিন্তু এবারও সাহস করলো না হালকা লাফ দিতে !
.
হাত ধরবেন কিন্তু টাচ করবেন না ! কথাটি মাথায় ঘুরতে লাগলো ! ভাগ্যের কি পরিহাস ! এখন তো দেখি টাচ টাচ খেলা চলছে !
.
এরপর মেয়েটির হাত ধরে এক টান দিয়ে রাস্তায় নিয়ে আসলাম ! ঘটনার সমাপ্তি ! গাল ফুলিয়ে বলছে, আপনি আমাকে টাচ করেছেন কেনো ? বললাম, 'কই ? না তো ! হাত ধরেছি কিন্তু টাচ করি নি ! টাচ করতে অনুভূতি লাগে পাগলী !'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রোমান্টিক বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.