নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জন্মই আমাদের আজন্ম পাপ

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১০

শ্বশুরের মেয়ে বিয়ে করে জামাই বাবু কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়েছে ! শত শত মাস্টার্স এমবিএ করা যুবক তাকে স্যার স্যার করছে ! এখানে আপনি যোগ্যতা খুঁজতে আসবেন না ! মেয়ের জামাই ! এটাই সবচেয়ে বড় যোগ্যতা !
.
ভবঘুরে ছেলে কোন রকম সার্টিফিকেট একটা অর্জন করে বাবার প্রতিষ্ঠানের এক্সিকিউটিব ডিরেক্টর ! সে ভুলে হাঁচি দিলে তিনজন টিস্যু এগিয়ে দেয় ! একজন চিল্লাই বলে, আদা লেবু দিয়ে চা দেস না কেরে দ্রুতো ! ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলে স্যার একটু পরে আসছি আপনার রেস্ট নেওয়া দরকার ! সেখানে ছেলে হয়ে জন্মগ্রহণ করাটা সবচেয়ে বড় যোগ্যতা !
.
পৃথিবীতে অযোগ্যরাই সবচেয়ে বড় যোগ্য হয়ে যায় একদিন ! চাঁদ কপাল একদিন ঘামে ভিজা কপালকে হার মানিয়ে দেয় !
.
মন্ত্রীর ছেলে এমপি হতে বাবা ছেলের সম্পর্কই যথেষ্ট !
.
পৃথিবীতে অনেকে যোগ্য হয়ে জন্মগ্রহণ করে ! কেউ জন্মে তারপর যোগ্য হয় !
.
কেউ যোগ্য হতে গিয়ে নিঃশেষ হয়ে যায় ! খেলার মাঠ কারো জন্য কন্টকপূর্ণ ! কারো জন্য এব্রোথেব্রো ! কারো জন্য সমতল ! কারো জন্য পুষ্পসজ্জিত থাকে !
.
আজকে আগ্রাবাদ এব্রোশিয়ায় বুফে লাঞ্চ করলাম ! এটা আমার জন্য স্মরণীয় ঘটনা কিন্তু অনেকের জন্য এটা নিত্যদিনের ঘটনা ! আবার কারো কারো জন্য এটা ক্ষেতমার্কা হোটেল ! হোটেল রেডিসনও তাদের কাছে পানি ভাত খাওয়ার জায়গা !
.
কাশি হলে তারা ছুটে যায় সিঙ্গাপুর আর সর্দি হলে থাইল্যান্ড ! এটাই তাদের জীবন যৌবন !
.
তুমিও জিতবে ! You can win ! শিব খেরার বইটি তাদের কাছে গাল গল্প ! ডেল কার্ণেগির রচনা সমগ্র পড়ে তারা হাসে ! পি হার্টের উচ্চাকাঙ্খার ম্যাজিক তাদের জীবনে জন্ম হয়ে সত্যি !
.
দৌড়ে লাল ফিতা ছুঁয়া কেউ দশ মিটার দৌড়ালে হয়ে যায় ! কেউ বিশ মিটার ! কেউ একশ ! কেউ সহস্র লক্ষ মাইল দৌড়ালেও ছুঁতে পারে না !
.
সেলুট বস ! তোমার জন্ম নেওয়া স্বার্থক !

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫

এমএল গনি বলেছেন: বেশ সুন্দর কবিতা লিখেছেন | ধন্যবাদ |

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: সুন্দর লেখা

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫

রাজীব বলেছেন: ভাই, মাথা গরম কইরেন না। আপনি একটা পানের দোকান দেন, তারপর সেখানে হেলপার হিসেবে যারে খুশী তারে রাখেন। যেহেতু বিনিয়োগ আপনার, লাভ-লস আপনার অতএব আপনি কাকে হেলপার রাখবেন সেটি আপনার ব্যাপার। কেউ যদি এসে বলে আপনার হেলপারের চেয়ে আমি বেশী শিক্ষিত, আমাকে নিন তাহলেই কি আপনি তাকে নিয়ে নিবেন???

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: কথা তো সব সত্য বলেছেন। সমাজের নিয়মই এটাই, কি করবেন?

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.