নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কানা\'র হাট-বাজার

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

দুই একটা বাস সামনে দিয়ে গেলো এতো ভীড় যে উঠতে পারলাম না ! শেষ মেষ অনেক কষ্ট করে একটাতে উঠলাম ! উপর থেকে দুই একজন ড্রাইভারের গুষ্টি উদ্ধার করছে ! দম ফেলার অবকাশ নেই ঠিক সেই মুহূর্তে আরেকজন অনেক কষ্টে বাসে উঠে গেলো ! তারপর আমিও ড্রাইভারের চৌদ্দ গোষ্ঠি উদ্ধার করলাম !
.
যে কাজে আমার লাভ হয় সে কাজ অনৈতিক জেনেও কত সুন্দর চুপ থাকি আমরা কিন্তু যখনি নিজের স্বার্থে আঘাত লাগে সাপের মতো ফুসফুস করে ফনা তুলে চোবল দেওয়ার জন্য তৈরী !
.
এটাই নির্মম বাস্তবতা ! কোন রকম কুমিরকে নমঃ নমঃ করে নদী পেরুতে পারলেই কুমিরকে কলা !
.
ড্রাইভারের চৌদ্দ গোষ্ঠি উদ্দার না করে নিজেদের চৌদ্দ গোষ্ঠি উদ্দার করাই সবচেয়ে বড় সমাধান !
.
গাড়ীতে একজন ড্রাইভার গরু ছাগল না মানুষ উঠাই ! মানুষ ! সেই মানুষগুলো আমরা নিজেরাই ! হয়তো আজকে যে মানুষ উঠানোর জন্য তার জাত ধুয়ে দিলেন একদিন নিজে ভীড় ঠেলে উঠে চুপ করে ছিলেন ! কেনো ছিলেন না ?
.
নিজে ভালো হলে জগত এমনি ভালো হয়ে যায় ! অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্রকে বিশ্লেষণ করে দেখি কখনো ?
.
যদিও কথায় আছে, নিজের বাষ্পবায়ুতে গন্ধ নেই ! অন্যের হলে কথায় নেই !
.
একজন চোর, ডাকাত, সন্ত্রাসি,দূর্ণীতিবাজ, খুনিও যুক্তি দিয়ে বিশ্বাস করে সে অবশ্যই ভালো মানুষ ! যত সমস্যা সব এখানেই !
.
আবদুর রব শরীফের অর্থ আল্লাহর ভদ্র/ভালো বান্দা ! আমি কি আসলে ভালো ? জাতি জানতে চাই ! জানার কিছু নেই !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.