নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সালাম

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপে মারামারি এবং পাঁচ জন আহত বিষয় জুনিয়ররা সিনিয়রদের সালাম দেয়নি
.
তবে মারামারি না করে সিনিয়ররা উল্টো জুনিয়রদের সালাম দিয়ে তাদের লজ্জায় পেলে অদূর ভবিষ্যতে সালাম এবং সম্মান দুইটা কেড়ে নিতে পারতো কৌশলে
.
উল্টো জোর করে সালাম নিতে গিয়ে ইট পাটকেল খেতে হলো
.
আমার এক বন্ধু যার নাম সালাম তাকে কেউ সালাম বলে ডাকলে সে ওয়ালাইকুম সালাম বলতো ! নাম নিয়ে তার গর্বের সীমা নেই
.
সিনিয়র ভাইটি নিজের নাম পাল্টে সালাম রেখে দিলেও সমস্যাটির সমাধান সম্ভব !
.
তিন ভাইয়ের এক ভাইয়ের নাম সালাম আরেক ভাইয়ের নাম কালাম তো অন্য ভাই জামালকে এক মুরুব্বি বলছে, কিরে বেয়াদব হয়ছস ! সালাম কালাম নাই ? সে বললো, 'আমি কি করলাম ! ওরা তো ঘরে বসে আছে !'
.
একটা কৌতুক বলি, এক লোকের নাম আসলাম সে গেলো এক বাড়িতে বেড়াতে তারপর নতুন বউ দরজার ওপাশ থেকে বলছে কে ? নাম বলেন ? সে বললো, 'আসলাম' তারপর নতুন বউ বললো, 'আপনাকে তো আসতে বলিনি !'
.
আরেকটি কৌতুক বলি, দুই ক্যাপটিন খেলোয়াড়দের পরিচয় দিচ্ছেন
এই হলো চান্দু , ওই যে আতিক আর এ কাদের।
আমি কেমনে জানমু, ও কাদের !
.
সালাম যেমন নাম ও হয় আবার সালাম নামমাত্রও হয় ! ভয়ে সালাম ! দেখা হলো তাই দিলাম সালাম ! কিন্তু পাগলা সালাম সম্মান এগুলো অন্তর থেকে আসতে হয় ! হীরা কাঁচ দুইটা এক রকম দেখতে হলেও এক না ! নিজের ভিতরে হীরের মতো বৈশিষ্ট্য থাকলে মাটি খুঁড়ে খুঁজে সালাম দিবে !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটির ছাত্ররা মাঝে মাঝে মারামারি করা স্বাভাবিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.