নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মুচকি মুচকি হাসে

০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

আমি বাম হাতে কনুইয়ের উপরে একটা তাবিজ পড়ি ! তাবিজে কি লেখা আছে আমি জানি না !
.
স্বপ্নে একটি মেয়ে আসে ! মুচকি মুচকি হাসে !
.
রোজ আসে ! মুচকি মুচকি হাসে !
.
হুজুর'কে বললাম, সে আসে তারপর মুচকি মুচকি হাসে !
.
হুজুর কইলো, 'হাসির কিছু প্রকার আছে, অট্টহাসি, তাবাস্সুম হাসি ইত্যাদি ৷ এটা মুচকি না তাবাস্সুম হাসি ! বড়ই উৎকৃষ্ট হাসি ! চিন্তার কোন কারণ নেই'
.
কিছুদিন যাবত সে স্বপ্নে আসছে না !!
.
হুজুরকে বললাম, 'চলিয়া গিয়েছে স্বপ্নের সে রাণী একটা তাবিজ বানায়া দে !'
.
সমস্যা অন্য জায়গায় সকালে উঠে আমি তার চেহারা ভুলে যায় ! দেখতে কার মতো না ছিলো ! কার মতো দেখতো ! উফফফ !
.
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নং গেইটে একটি মেয়েকে দেখে মনে হলো, সে দেখতে স্বপ্নের সে মেয়ের মতো !
.
ইনিয়ে বিনিয়ে রেনিয়ে একটু সুযোগ বুঝে তাকে পুরো ঘটনা খুলে বললাম ! প্রমাণ হিসেবে তাবিজটি দেখালাম ! আমার চোখে মুখে কি আবেগ ! কৌতূহল !
.
মেয়ে সব শুনে কথা কয় না ! শুধু মুচকি মুচকি হাসে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.