নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রঙ্গিলা মন

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

এক মেয়ের বাবাকে যতদিন দেখেছি ততদিন হয়তো ফেয়ার এন্ড লাভলী কিনছেন না হলে ফেয়ার এন্ড লাভলী হাতে নিয়ে বাড়ি ফিরছেন তা ও না হলে ফেয়ার এন্ড লাভলী কিনতে যাচ্ছে
.
মেয়েটা জন্মের পর টিউব লাইটের মতো দেখতে হয়েছিলো তবে এখন আলো কমে ফর্সা হয়েছে !
.
তো এক মেয়ে জন্মগত গোলাপী ছিলো প্রতিনিয়ত ক্রিম মেখে মেখে তার মুখের গোলাপী রং উঠে এখন ফর্সা হয়েছে
.
লালচে কালারের মেয়েটিও এখন ফর্সা হয়ে গেছে !
.
বাদামী রংয়ের মেয়েটিও
.
শুধু কালো মেয়েটি কালো থেকে গেছে ! কালোকে ঘষলে কালোই থাকে ! যেমনি করে হীরা ঘষলে হীরা পাবেন ! স্বর্ণ ঘষলে স্বর্ণ পাবেন ! তাই এগুলো মূল্যবান পদার্থ
.
সমস্যাটি আমাদের মানসিকতায় ! আমরা ধরে নিয়েছি চুল কালো হলে সুন্দর সাদা হলে অসুন্দর ! ত্বক সাদা হলে সুন্দর আবার কালো হলে অসুন্দর !
.
গোল্ডেন কালারের মোবাইল বেশী চললে কিছুদিন পরে তা কমন হয়ে যাওয়ায় সবাই আবার সিলভার কালার কিনতে আগ্রহী হয়ে উঠে ! তখন দেখা যায় সিলভার সবার হাতে হাতে তখন আবার গোল্ডন চয়েস থাকে ক্রেতাদের ! এটি আমার কথা না মোবাইল শো রুমের বিভিন্ন বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নেওয়া
.
সিম্পল ইকুয়েশন ! ঐ যে বলছি সমস্যাটি আমাদের মানসিকতা !
.
এই মানসিকতা যুগ যুগ ধরে তার বাবা তার বাবা তার বাবা হয়ে আমাদের মানসিকতায় গেঁথে গেছে ! হুট করে এটি পরিবর্তন করা সম্ভব নয় !
.
সেদিন জিইসি সানমারের সামনে হুট করে দূর থেকে এক ভদ্রলোককে দেখে মনে হলো বিদেশী ! বিদেশী দেখলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা আমাদের স্বভাবসুলভ ! তো আরেকটু কাছে আসতে দেখি ! ধ্যাত্তুরি ! এটা তো শ্বেত(ধবল) রুগী ! এখন আর তাকে সুন্দর মনে হচ্ছে না উল্টো করুণা হচ্ছে !
.
মানসিকতা ! বড্ড সমস্যা এই মানসিকতা ! অদ্ভুত রসিকতা এই মানসিকতা !
.
জাবা/সেম্বিয়ান সফটওয়ার কিন্তু এন্ড্রোয়েডে চলবে না ! সত্যি চলবে না ! তবে মানসিকতার উন্নয়ন সম্ভব ! কিন্তু স্মৃতিমাখা সেম্বিয়ান সেট ভুলি কি করে !
.
সংস্কৃতির বেড়াজাল ছিঁড়ে বের হতে পারেনি তার বাবা তার বাবা তার বাবা....!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.