নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মালাউন কো বাচ্চা !

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

কেডিএস এক্সেসোরিজে আমার কলিগ সবুজ ভাইকে বললাম,
'২০১৬ সালের ১৬ ডিসেম্বর শুক্রবার ! মেজাজ খারাপ ! বন্ধের ভিতরে বন্ধ ঢুকে গেলো !'
.
ভাই তো সো ফাস্ট ! বললো, 'মন খারাপ করে কি হবে ? ২০১৭ সালের ১৬ ডিসেম্বর শনিবার ! তখন বন্ধ পাবেন !'
.
যাক মন একটু হলেও ভালো হলো ৷ তারপর এক ব্যাংকার ভাইকে বললাম, 'দেখছেন ভাই ! বিজয় দিবস কেনো যে শুক্রবার পড়তে গেলো !'
.
ব্যাংকার ভাইয়ের তো শুক্র শনি দুই দিন বন্ধ ! তো ভাই বললো, ২০১৬ সালে বিজয় দিবস শুক্রবার তা মানা যায় কিন্তু ২০১৭ সালেও বিজয় দিবস শনিবার ! এটা কি মানা যায় ভাই ? দুইটা নিশ্চিত বন্ধ মাইর ! ২০১৮ সালে বন্ধ পাবো !'
.
শুক্রবার হোক অথবা শনিবার ! বিজয় আমাদের অহংকার !
.
আমার দাদা বলতেন, পাকিস্তানি সেনারা বাঙ্গালী সেনাদের দিয়ে জুতা মুচাইতো ! সোজা কথা বাঙ্গালীদের প্রতি এতোই নিগ্রহ অনুগ্রহ দেখাতো !
.
বাংলাদেশ স্বাধীন না হলে কি হতো ?
.
হয়তো যদি আজ পাকিস্তানি মালিকের অধীনে কাজ করতাম ৷ কথায় কথায় বলতো,
'তুমছে বাঙ্গালী ***** '
'মালাউন কো বাচ্চা, উসলোগো কো খতম করগে দরকার !'
.
কথায় কথায় বলতো, মালাউনের বাচ্চা বাংলা *** ! উর্দু কো মালাউন !
.
খোটা দিয়ে বলতো, হালারা আমাগো দয়ায় বেঁচে আছোস !
.
আমরা থাকতাম একটি দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠি !
.
হয়ে থাকতাম ছাগলের তিন নাম্বার বাচ্চা !
.
সোজা কথায় ঘরের একজন নির্যাতিত চাকর বাকর !
.
এমন আরো অনেক কিছু থেকে মুক্তি পেলাম একটি স্বাধীনতার অবদানে যেখানে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্ত হোলি খেলেছে ! বীরঙ্গনারা কেঁদে মরেছে !
.
যে সন্তান না চাইতে বাড়ি গাড়ি নারী ব্যাংক ব্যালেন্স সবকিছু পেয়ে গেছে সে কিভাবে বাবার কষ্টের মর্ম বুজবে ! আমরা সে সন্তান !
.
স্বাধীনতার মর্ম যারা পরাধীন তারাই শুধু হাড়ে হাড়ে উপলব্ধি করে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.