নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধারা যখন ভিক্ষুক !

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

কোন রাজাকার, আল বদর, আল শামসকে দেখিনি ভিক্ষা করছে কিন্তু অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি ভিক্ষা করতে, না খেয়ে থাকতে !
.
৭১’র রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে আজও পরাজিত মুক্তিযোদ্ধা লাল মিয়া (৭৫) পেট চলে ভিক্ষা করে
.
রামগড়ের পঙ্গু মুক্তিযোদ্ধা ভগিরাম মালি ও সংসার চালান ভিক্ষা করে
.
ঝিনাইদহের হাটগোপালপুরে আজও ভিক্ষা করেন আব্দুক রাজ্জাক ৷ মুক্তযোদ্ধা কমান্ডার মিন্টু এখনো বলেন রাজ্জাকে বীরত্বগাঁথা !
.
মুক্তিযোদ্ধা কুষ্টিয়ার মুরাদ আলী'র ভিক্ষা করার কথা অস্বীকার করতে পারবেন ?
.
পঙ্গু মুক্তযোদ্ধা মিরন শেখের লোকলজ্জার ভয়ে ভারতে গিয়ে ভিক্ষবৃত্তি আমাদের বিবেক কতটুকু নাড়া দিয়েছে !
.
সফর আলী যখন বলেন, ভিক্ষাবৃত্তিই আমার মুক্তিযুদ্ধের পুরস্কার ! তখন কোথায় থাকে বিজয়োল্লাস ! তোরা জয়োধ্বনি কর !
.
ধানমন্ডিতে ভিক্ষা করা মুক্তিযোদ্ধা খালেক চাচার কথা মনে আছে ?
.
শিবগঞ্জের মুক্তিযোদ্ধা বেলালের ভাতাও বন্ধ ! ভিক্ষা করে চলেন !
.
কুষ্টিয়াতে ৮৫ বয়সেও জুতা সেলাই করে সংসার চালান মুক্তিযোদ্ধা কাজী আব্দুল বারিক !
.
ঝিনাইদহের আরেক মুক্তিযোদ্ধা পঞ্চনন বিশ্বাস'রা বিনাচিকিৎসায় কাতরাতে থাকেন !
.
কি দরকার এভাবে মুক্তিযোদ্ধাদের নাম লেখায় উচ্চারণ করে তাদের ছোট করার !
.
তাই আর কারো উদাহরণ টানলাম না ! গতকাল থেকে আজ পর্যন্ত অনেকে বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখবেন না ! 'না ভাই ! বুক ফেটে যায় !'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



বেকুবকে নেতা মানলে যা ঘটে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এ আমাদের চরম ব্যর্থতা

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

আহা রুবন বলেছেন: মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলেন সমাজের একেবারে নিচু স্তরের--নিঃস্ব, রিক্ত শ্রেণির। কাজেই স্বাধীনতার পরে তারা সবাই বড়লোক হয়ে যাবে এটা মনে করা একটু বাড়াবাড়ি। যেখানে দেশে অধিকাংশ সময় ধরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি রাষ্ট্র=ক্ষমতায় ছিল। তাদের মূল্যায়ন করা হয়নি, কোনও সহযোগিতা করা হয়নি। "যে কয়টা মুক্তিযোদ্ধা এসেছে ওদের চলে যেতে বলেন..." এটা খালেদা জিয়া কথার অংশ। লক্ষ্ করুন, আমরা সাধারণভাবে টি ব্যবহার করি এবং তাচ্ছিল্য অর্থে টা ব্যবহার করি। লোকটি বা লোকটা... এসেছেনও বলেননি বলেছিলেন এসেছে। তো এই যখন অবস্থা মুক্তিযোদ্ধাদের অবস্থা কত ভাল হবে।

বর্তমানে যারা দেশ চালাচ্ছেন, তাদের বড় বড় কথা না বলে এমন মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের সহযোগিতা করা কর্তব্য। নিজেদের নিয়ে আর কত দৌড়াবেন!

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

জগতারন বলেছেন:
এর আগে কয়েক বার আমি সচেতন ব্লগারদের কাছে তিনটি প্রশ্ন রেখে মন্তব্য করেছি কেন আবারও করতে ইচ্ছা হলো তাই করে গেলাম-

জাতি-র গৌরবজ্জ্বল ইতিহাস "মহান বিজয় দিবস"-এর প্রাক্কালে,
আজ আবারো হৃদয়ে প্রশ্ন জাগে,
রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি,
অর্জনের ৪৫ বছর পরেও,
১) আজো কেন তা সার্বজনীনতায় রূপান্তর হলো না.. ?
২) কেন আজো "স্বাধীনতা" সবার জন্য সমান নয়.. ??
৩) স্বাধীনতা তুমি কার.. ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.