নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সাদা এপ্রোনে কালো দাগ

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

বিয়ের নূন্যতম বয়স আছে কিন্তু প্রেমের নূন্যতম বয়স নেই কেনো ! বৈধ জিনিস নিয়ে মানুষের যত মাথা ব্যাথা কিন্তু অবৈধ জিনিস নিয়ে তেমন কোন মাথা ব্যাথা নেই !
.
স্কুলের ছেলে মেয়েরা দেদারচ্ছে প্রেম করছে তাতে কোন সমস্যা নেই সমাজের কিন্তু একটা মেয়ের আঠারো বছর আগে বিয়ে হয়েছে তাতে পুলিশি হয়রান হতে হয় !
.
আমি কখনো বাল্য বিয়ের পক্ষ নই কিন্তু বাল্য প্রেমের নীরবতা সহ্য করতে পারছি না
.
একটা ছেলে মেয়ে আঠারো বছরের আগে প্রেম করছে ! গোপনে দেহ বিনিময় করছে ! ৭২ ঘন্টার মধ্যে পিউলি নিচ্ছে ! সবই হচ্ছে অগোচরে জানছে না কেহো !
.
প্রমাণ চাহিয়া লজ্জা দিবেন না একদিন সময় করে পার্কে ঘুরে আসিয়েন !
.
মাঝে মাঝে মনে হয় সাদা এপ্রোন পার্কে ঢুকার টিকেট !
.
পার্কগুলো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে তো নিরাপত্তা জোরদার হবে সাথে এসব সমস্যার সমাধান হয়ে যাবে অনেকটা ! যদিও সমস্যাগুলো বিবেক আর অভিভাবকদের অসচেতনাতা ও দায়ী
.
অভিভাবকরাও কি করবে ! কাজ কর্ম বাদ দিয়ে ছেলে মেয়েদের পাহারা দিয়ে কতক্ষণ রাখতে পারবে ?
.
অনেক সময় হয় কি আবেগে বিবেক কাজ করে না ! যত ভালো ছেলে মেয়ে হোক না কেনো ভুল যে কেও করতে পারে !
.
এক্ষেত্রে পরিবারের বন্ধন বাড়ানো দরকার ! বাবা মা ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আবশ্যক ! যাতে একটা বয়সের আগে তার জন্য যেনো এক্সট্রা ভালবাসার দরকার না হয় ৷
.
মানুষকে বুঝিয়ে অনুপ্রেরণা দিয়ে হিমালয়ে উঠানো সম্ভব কিন্তু ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে সর্বোচ্চ দুই কদম সামনে নিয়ে যেতে পারবেন !
.
একটি বিবেকবোধ জাগ্রত করে দেওয়া মূল কাজ তারপর বিবেক ই তাকে টেনে নিয়ে যাবে সুপথে !
.
ছোটকাল থেকে আমাদের বেত মেরে মেরে সোজা করার প্রবণতা দেখা যায় ! পান থেকে চুন খসলে শাস্তি ! জীবনে কত বার যে কান ধরে উঠবস করেছি ! এতো মাইর খেতাম যে ভয়ে কুকরে থাকতাম ! মাইরের উপর মাইর ! কিন্তু বিবেক জাগ্রত হয়নি কখনো যতদিন না নিজ থেকে বিশ্বাস করেছে এটা খারাপ এটা ভালো !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.