নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সহানুভূতি

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

মেয়েটিকে তাবিজ করেছিলাম নগদ দুইশ টাকা খরচ করে কিন্তু সে তাবিজের রশি ছিঁড়ে পালিয়েছে ! তবুও কিছুদিন শান্তিতে ছিলাম এই ভেবে তাবিজ যখন করেছি সুতরাং পালিয়ে কই আর যাবে চাঁদনী ?
.
একমাত্র ছেলেটির ক্যান্সার ! ডাক্তার বলে দিয়েছেন বাঁচার তেমন কোন সম্ভাবনা নেই ! তবুও ছেলেটির মা ফকির বাবা থেকে শুরু করে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা সন্যাসী সবার দ্বারে দ্বারে খুঁজে বেড়াচ্ছেন ! খারাপ কি? হোক না মিথ্যে আশ্বাস ! অলীক কল্পনা করে দুই দিন দুই দন্ড দুই মুহূর্ত ভালো থাকলে ক্ষতি কি ?
.
সেদিন এক ভিক্ষুককে বললাম, ভিক্ষা করে খাচ্ছো ! চুরি তো আর করছো না ! কত হাজার লোক অন্যের পেটে লাথি মেরে ব্যাস্ ভালো থাকে তুমি তাদের চেয়ে ভালো পেশায় আছো ! ফোকলা দাতের হাসি দিয়ে সে নিজেকে বড় মনে করছে ! মন্দ কি ?
.
আমার এক ছাত্রকে একবার বলেছিলাম, একশতম হয়েছো ! খুব ভালো ! একশ বিশতম তো আর হওনি ! তুমি কি জানো, তুমি বিশ জনের থেকে এগিয়ে আছো ? এভাবে এগিয়ে যাও ব্যাটা ! ছেলে আজ বিশ্ববিদ্যালয়ের সেরা সাবজেক্টে পড়ে !
.
যে ছেলেটি কাল রাতে ভাত খায়নি তাকে ফাইভ স্টার হোটেলের গল্প বলে লাভ নেই তাকে শোনাতে হবে তিনদিন না খেয়ে থাকা লোকের গল্প যে আজ তিনশ এতিমকে দুইটা ডাল ভাতের বিনিময়ে বাঁচতে সাহায্য করছে !
.
সেদিন এক লোককে দেখলাম সে টেম্পুর জরাজীর্ণ বাচ্চা হেলপারকে ইংলিশ মিডিয়ামে ফাস্ট হওয়া এক ছেলের গল্প শুনাচ্ছে আর বলছে, তোরা পড়ালেখা না করে বড়জোড় ড্রাইভার হবি ! আমি আসার সময় ছেলেটিকে ডেকে বললাম বিখ্যাত আমেরিকান অভিনেতা পল নিউম্যান মোটর রেসের ড্রাইভার ছিলেন !
.
কতো কষ্টে আছে মানুষগুলো ! তাদের যদি একটু সুখ দেওয়া যায় তাতে ক্ষতি কি ?
.
একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরতে হয় না সামান্য একটু সহানুভূতি ই যথেষ্ট !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

দিমিত্রি বলেছেন: উচ্চাভিলাস আর উচ্চাকাংখা মানুষকে কখনো প্রাপ্তির সুখ দেয় না.. ভালো লাগলো

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কতো কষ্টে আছে মানুষগুলো ! তাদের যদি একটু সুখ দেওয়া যায় তাতে ক্ষতি কি ?

অবশ্যই। ধন্যবাদ ভাই আবদুর রব শরীফ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.