নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পণ্য থেকে নারী

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

একটি জরিপে দেখা গেছে গত দশ বছরে ব্রিটেনে প্রায় দশহাজার মানুষ ধর্মান্তরিত হয়েছে তাদের মধ্যে বেশীর ভাগ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং বেশীর ভাগ তরুণী যাদের বয়স সাতাশের কম
.
RTNEWS CHANNEL একটি প্রামাণ্য চিত্র করেছে যেখানে বলা হয়েছে প্রতি বছর বিশ হাজার আমেরিকান ইসলাম গ্রহণ করেছে তবে অধিক নারী
.
ইতালীর সাবেক এমপি ফ্রাংকো বারবাতোর মেয়ে ইসলাম গ্রহণের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন ইসলাম তখন ইতালীর সরকারী হিসেবে সাম্প্রতিক বছরে বিশ হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে
.
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা টেলিগ্রাফের ভাষ্যমতে কেবল অস্ট্রেলিয়ার জনবহুল শহর সিডনিতে সপ্তাহে দুইজন ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে অধিকাংশ নারী
.
পিউ রিসার্সের গবেষণা বলা হয়েছে যেখানে মেস্কিকো সিটি'তে ১৯৯৪ সালে মুসলিমের সংখ্যা ছিলো আশি জন তা এখন ২০১০ সালে বেড়ে দাঁড়িয়েছিলো এক লক্ষ এগারো হাজার এবং ২০১৩ সালে প্রিডিকশন ছিলো এক লক্ষ ছাব্বিশ হাজার আর ২০১৬ তে আরো বেশী হবে ! মজার বেপার নারীর সংখ্যায় বেশী
.
রাশিয়াকেও বেড়ে চলছে নওমুসলিম যদিও রাশিয়ায় জাতিগত মুসলিম তাদের জনসংখ্যার বার থেকে পনের পার্সেন্ট হবে কিন্তু সেখানেও নারীরা এগিয়ে
.
উপরোক্ত তথ্যগুলো দেওয়া একটি উদ্দেশ্যে সেটি হলো ইসলাম গ্রহণ করা অধিকাংশ নারীর দাবী মুসলিম পুরুষরা নারীদের মর্যাদা দিতে জানে এবং তারা তাদের সঙ্গীদের আদর্শ দেখে ইসলামে অনুপ্রাণিত হয়েছে
.
ইট ইজ ফ্যাক্ট
.
ইউ হেভ টু বুঝতে হবে
.
নারী পণ্য নয় ! নারীর সম্মান অনেক উপরে ! নারী একজন মা ! মায়ের পায়ের নিচে সন্তানের বেহশত ! এমন কি একজন নারীর দায়িত্ব নিতে পুরুষ বাধ্য ! এমন হাজারো সম্মান দিয়েছে ইসলাম নারীকে
.
একজন মুসলিম ছেলে সাধারণত দুই দিন লিভ টুগেদার করে তারপর অন্য নারীর সাথে লিভ টুগেদার করতে যায় না ! বিয়ে করে সারা জীবন লিভ টুগেদার করে থাকে
.
সে দুই মিনিটের সুখের জন্য একজন নারীকে বুকে নেয় না সারা জীবন বুকের সাথে কোমরেও বেঁধে রাখে !
.
নারীর দেহকে সে পদর্শিত করে না উল্টো সম্মান দিয়ে যতটুকু সম্ভব ঢেকে রাখার চেষ্টা করে !
.
সবচেয়ে বড় কথা একজন নারীর যৌবন রূপ চিরদিন থাকে না ঠিক সে মুহূর্তেও সে বুড়িকে বুকে আগলিয়ে রাখে পরম ভালবাসায় !
.
ইট ইজ এ ফ্যাক্ট
.
ছোট মাথায় বড় কিছু বলে থাকলে ক্ষমা করবেন !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনি যে কথাগুলো লিখেছেন তা প্র্যাকটিক্যাল মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশেও রাশিয়ান কালচার চর্চা আরম্ভ হয়েছে। বাবা-মা, ভাই-বোন আলাদা আলাদা বারে যায় thirty 1st উদযাপন করতে।
বেশিরভাগ মানুষ যা কিছু করে তা অন্যকে আকর্ষণ করতে। সে কারনেই কুৎসিত মেয়েরা বডি প্রদর্শনের আয়োজন করে। কুৎসিত মানষিকতার ছেলেরা ইভটিজিং এর আয়োজন করে। আমরা শুধু অর্থনৈতিক ভাবে উন্নত দেশগুলোর খারাপদিক গুলোই গ্রহন করতে শিখেছি।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

মাহিরাহি বলেছেন: @প্রশ্নবোধক (?)

বাংলাদেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ এখনো পশ্চিমা ভাইরাসে আক্রান্ত হয়নি।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

প্রশ্নবোধক (?) বলেছেন: ভালো করে পড়ে দেখেন। আমি বাংলাদেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশকে বলিনি। বলেছি "মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.